Chennaiyin FC: কেরালার এই ফুটবলারের দিকে নজর ওয়েন কোয়েলের চেন্নাইয়িনের

আগামী ৩১ মার্চ সবুজ-মেরুনের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচে জয় পেলে এবারের প্লে-অফের লড়াইয়ে নিজেদের বজায় রাখতে পারবে দক্ষিণের…

Kerala Footballer Danish Farooq

আগামী ৩১ মার্চ সবুজ-মেরুনের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। এই ম্যাচে জয় পেলে এবারের প্লে-অফের লড়াইয়ে নিজেদের বজায় রাখতে পারবে দক্ষিণের এই ফুটবল দল। প্রথম লেগে ধরাশায়ী হওয়ার পর আইএসএলের দ্বিতীয় লেগে জয় এসেছিল তাদের।

কিন্তু পরবর্তীতে তা খুব একটা স্থায়ী হয়নি। এই টুর্নামেন্টে অন্যতম দুর্বল দল হায়দরাবাদ এফসির বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স করেও পরাজিত হতে হয়েছে তাদেরকে। যা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা রাফায়েল ক্লিভেলারোদের কাছে। তবুও সেখান থেকে এবার ঘুরে দাঁড়ানোর লড়াই সকলের। তবে এবারের এই লড়াই খুব একটা সহজ হবে না তা বলাই যায়।

বিশেষ করে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেডের মতো দলের উপস্থিতি লড়াই যে আরও কঠিন করে দেবে তা বলাই চলে। তবুও লড়াই চালিয়ে প্রথম ছয়ে টিকে থাকতে চাইছে এই ফুটবল দল। সেইসাথে নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজে ও হাত দিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল দল।

Advertisements

এক্ষেত্রে তাদের নজর গিয়ে পড়েছে সবুজ-মেরুনের অন্যতম দাপুটে ফুটবলার গ্লেন মার্টিনসের দিকে‌। বিশেষ সূত্র মারফত খবর এই তারকাকে নাকি দুই বছরের জন্য দলে নিতে চাইছে অভিষেক বচ্চনের চেন্নাইয়িন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু।

তবে সেখানেই শেষ নয়। এবার দক্ষিণের অন্যতম শক্তিশালী ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্সের দিকেও নজর পড়েছে ম্যানেজমেন্টের। সেই দলের সেন্ট্রাল মিডফিল্ডার দানিশ ফারুকের সঙ্গে নাকি গত কয়েক সপ্তাহ ধরেই কথাবার্তা চালাচ্ছে চেন্নাইয়িন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ফারুক। উল্লেখ্য, এখনো পর্যন্ত কেরালার সঙ্গে দুই বছরের চুক্তি রয়েছে এই ফুটবলারের। তাই আদৌ তাকে পাওয়া যাবে কিনা, সেই নিয়েও সন্দেহ আছে।