Transfer Window: জামশেদপুরের ঘর ভেঙে এই ভারতীয় তারকাকে নিতে মরিয়া তিন ক্লাব

Transfer Window: অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল (Indian Super League ) শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।  টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো…

Jamshedpur FC Midfielder Imran Khan

Transfer Window: অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবারের আইএসএল (Indian Super League ) শুরু করেছিল জামশেদপুর এফসি (Jamshedpur FC)।  টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তাঁরা পরাজিত করেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়াকে। পরবর্তীতে মুম্বাই সিটি এফসি ম্যাচে ও বজায় ছিল সেই ছন্দ। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই নিজেদের ছন্দ হারাতে শুরু করেছিল এই ফুটবল ক্লাব।

স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে। নেমে আসতে হয়েছিল অনেকটা নিচে। তবে নতুন বছরের প্রথম থেকেই অনবদ্য পারফরম্যান্স করতে শুরু করে স্টিফেন এজের দল। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসিকে। মাঝে ছন্দ পতন হলেও জয়ের সরণিতে ফিরতে খুব একটা সমস্যা হয়নি।

   

Also Read | ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে গৃহীত সেরা পাঁচ সিদ্ধান্ত

পরবর্তীতে ঘরের মাঠে এফসি গোয়া দলকে পরাজিত করার ফলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছিল সকল ফুটবলারদের। তারপর দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের সুপার সিক্সে কোয়ালিফাই করতে খুব একটা সমস্যা হয়নি। তারপর হুয়ান পেট্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডকে পরাজিত করে আইএসএলের সেমিফাইনালে স্থান করে নেয় খালিদ জামিলের ছেলেরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল জোসে মোলিনার শক্তিশালী মোহনবাগান। প্রথম লেগের সেমিতে তাঁদের টেক্কা সম্ভব হলেও দ্বিতীয় লেগে শেষ রক্ষে হয়নি। গত সোমবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পরাজিত হতে হয় মেরিনার্সদের কাছে।

Also Read | মুম্বইকে ১২ রানে হারাল বেঙ্গালুরু, ক্রুনাল পান্ডিয়ার হাতে চার উইকেট

Advertisements

সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সমর্থকরা। তবে ফুটবলারদের পারফরম্যান্স নিঃসন্দেহে খুশি করেছে সকলকে। ‌এবার আইএসএলের হতাশা কাটিয়ে সুপার কাপে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য জামশেদপুর এফসির। কিন্তু এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। দলের ভারতীয় তারকা ইমরান খানের দিকে নজর পড়েছে আইএসএলের একাধিক ফুটবল ক্লাবের। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত ইস্পাত নগরীর এই ফুটবল দলের সঙ্গে চুক্তি রয়েছে আপফ্রন্টের এই ফুটবলারের। তবে নতুন মরসুমে তাঁকে দলে নিতে মুখিয়ে তিন ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু এবং ওডিশা এফসি‌।

উল্লেখ্য, এই সিজনে দলের হয়ে প্রায় চব্বিশটি ম্যাচ খেলেছেন ইমরান‌। গোল না পেলেও দলের হয়ে তিনটি গোল কন্ট্রিবিউশন থেকেছে মনিপুরের এই ফুটবলারের। সবদিক মাথায় রেখেই তাঁকে নিতে আগ্ৰহী অন্যান্য ক্লাব গুলি। কিন্তু নিজের চেনা পরিবেশ ছেড়ে আদৌ তিনি অন্যত্র যেতে চাইবেন কিনা কিংবা এই তারকার সঙ্গে আদৌ জামশেদপুর চুক্তি বাড়াবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।