এএফসি কাপ ফাইনাল খেলা ফরোয়ার্ডের দিকে নজর চেন্নাইয়িন এফসির

Lee Erwin

ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের পুনরায় দায়িত্ব গ্ৰহনের পর থেকে বদলে গিয়েছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। বহুদিন পর আবারও প্রথম ছয়ে শেষ করেছে দল। অনবদ্য লড়াই করেও চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নতুন মরশুমে নিজেদেরকে চ্যাম্পিয়নশিপে ধরে রাখাই একমাত্র লক্ষ্য দক্ষিণের এই ফুটবল ক্লাবের।

এক্ষেত্রে কোচের নির্দেশ মেনে দল গঠনের কাজ শুরু করে দিয়েছে চেন্নাইয়িন ম্যানেজমেন্ট। নিজেদের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পাশাপাশি নয়া বিদেশি ফুটবলারদের দিকেও নজর রয়েছে তাদের। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে নিজেদের বিদেশি ফুটবলার রায়ান এডওয়ার্ডের নাম।

   

একটা সময় শোনা যাচ্ছিল তাকে নিয়েই নতুন মরশুমে নামতে চায় দক্ষিণের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে সেই নিয়ে এখনো অব্দি উঠে আসেনি কোনো তথ্য। এসবের মাঝেই জর্ডন মারির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। অন্যদিকে, তবে দলের স্কটিশ ফুটবলার কনর শিল্ডের সঙ্গে চুক্তি বাড়াচ্ছে অভিষেক বচ্চনের ফুটবল ক্লাব। তার মধ্যে এবার উঠে আসলো এক নয়া স্কটিশ ফুটবলারের নাম। তিনি লি এরউইন। বর্তমানে তিনি লিবাননের জনপ্রিয় ফুটবল লিগের ক্লাব আল-আহেদের সঙ্গে চুক্তিবদ্ধ।

সেই দেশের প্রথম টায়ারের এই টুর্নামেন্টের পাশাপাশি এএফসি কাপে ও একাধিক গোল করার রেকর্ড রয়েছে এই দাপুটে ফুটবলারের। বলতে গেলে, এবারের এই এএফসি কাপের ফাইনাল ম্যাচও খেলেছেন লি। যতদূর খবর, নতুন মরশুমের জন্য তাকেই টার্গেট করে এগোচ্ছে চেন্নাইয়িন এফসি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন