Chennaiyin FC: চেন্নাইয়িন ফিরতে পারেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার

এই মরশুমে বহু লড়াইয়ের শেষে প্লে-অফের টিকিট পেয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যদিও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে…

julius düker

এই মরশুমে বহু লড়াইয়ের শেষে প্লে-অফের টিকিট পেয়েছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যদিও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে তাদের। কিন্তু নতুন মরশুমের জন্য প্রস্তুতি তুঙ্গে রয়েছে এই ফুটবল ক্লাবের। সেই অনুযায়ী ঘর গোছানোর কাজ করছে ম্যানেজমেন্ট।

জানা গিয়েছে, এবার নাকি দক্ষিণের এই ফুটবল ক্লাব ছাড়তে চলেছেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। সেজন্য, এখন থেকেই মুম্বাই সিটি এফসির গোলরক্ষক মোহম্মদ নাওয়াজকে চূড়ান্ত করার পথে এই ফুটবল দল। সেইমতো কথাবার্তা অনেক দূর এগিয়ে গিয়েছে। এসবের মাঝেই নিজেদের পুরনো ফুটবলারদের সঙ্গেও চুক্তি বাড়ানোর প্রস্তুতি শুরু করেছে এই আইএসএল জয়ী ক্লাব। যার মধ্যে অন্যতম হলেন কনর শিল্ডস।

   

এবারের ফুটবল মরশুমের প্রথমদিকে আক্রমণ ভাগের শক্তি বাড়াতে কনড় শিল্ডকে দলে টেনেছিল ওয়েন কোয়েলের চেন্নাইয়িন। প্রথমদিকে ম্যাচফিট হতে কিছুটা সময় লাগলেও ধীরে ধীরে একাদশে নিজের সুযোগ করে নেন এই ফুটবলার। শুধু তাই নয়। সুযোগ মতো দলের হয়ে নিজের সেরাটা ও দেওয়া চেষ্টা করেন তিনি। সব দিক দেখেই এই তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট। এসবের মাঝেই উঠে আসতে শুরু করে এক পুরোনো ফুটবলারের ফিরে আসার প্রসঙ্গ। তিনি জুলিয়াস ডুকার। গত ২২-২৩ মরশুমে দক্ষিণের এই ফুটবল দলের হয়ে খেলে গিয়েছেন তিনি। তবে পরবর্তীতে জার্মানি ফিরে যান এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

যোগদান করেন টিএসভি হ্যাবলাসে। সেখানে এই সিজনে মোট ২৫টি অ্যাপিয়ারেন্সের মধ্যে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট থেকেছে। যা নিঃসন্দেহে নজর কেড়েছে তার পুরোনো দলের। সেইমতো ফের এই জার্মান মিডিওর সাথে কথাবার্তা শুরু করেছে ভারতের এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক এগোলে নতুন সিজনে আবারো ও ভারতে দেখা যেতে পারে ডুকারকে।