ওয়েন কোয়েলের সঙ্গে চুক্তি বাড়াল চেন্নাইয়িন এফসি

গত কয়েক সিজন ধরেই হতশ্রী পারফরম্যান্স ছিল চেন্নাইন এফসির (Chennaiyin FC)। যারফলে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তবে পরিস্থিতির বদল…

Chennaiyin FC Extends Owen Coyle's Contract

গত কয়েক সিজন ধরেই হতশ্রী পারফরম্যান্স ছিল চেন্নাইন এফসির (Chennaiyin FC)। যারফলে আইএসএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের। তবে পরিস্থিতির বদল ঘটাতে শেষ মরসুমেই ওয়েন কোয়েলকে (Owen Coyle) হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। একটা সময় এই ব্রিটিশ কোচের তত্ত্বাবধানেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাইয়িন। সেই সমস্ত কিছু মাথায় রেখেই তাঁকে ফেরানো সিদ্ধান্ত নিয়েছিল অভিষেক বচ্চনের ফুটবল ক্লাব। তারপর থেকেই সুদিন ফেরে এই ক্লাবের। দেশীয় ফুটবলারদের পাশাপাশি এই দলের বিদেশি ফুটবলারদের পারফরম্যান্স চমকে দিয়েছিল সকলকে।

যারফলে গত সিজনে একের পর এক হেভিওয়েট দলকে পিছনে ফেলে অতি সহজেই প্লে-অফ নিশ্চিত করেছিল চেন্নাইয়িন। যদিও চূড়ান্ত সাফল্য আসেনি। পরবর্তীতে ছিটকে যেতে হয়েছিল নক আউট পর্ব থেকে। কিন্তু সেইসব এখন অতীত। পুরনো সমস্ত কিছু ভুলে নয়া সিজনে সাফল্য পাওয়াই প্রধান লক্ষ্য অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাবের। সেজন্য অনেক আগে থেকেই প্রি-সিজন শুরু করে দিয়েছিল দল। ওডিশা এফসির বিপক্ষে জয় দিয়ে নয়া আইএসএল শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই আটকে যেতে হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। ঘরের মাঠে এই পরাজয় নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল সকলের কাছেই।

   

পরবর্তী ম্যাচে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল হায়দরাবাদ এফসির সঙ্গে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। তারপর অ্যাওয়ে ম্যাচে নর্থইস্টের বিপক্ষে জয় আসলেও সেটা বজায় থাকেনি। ফের ড্র করতে হয়েছে চেন্নাইয়িন দলকে। এবার আটকে যেতে হয়েছে মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে। যারফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে থাকল ফারুখ চৌধুরীদের। যা কিছুটা হলেও হতাশ করেছে সমর্থকদের।

তবে এসবের মাঝেই দল নিয়ে নয়া সিদ্ধান্ত নিল চেন্নাইয়িন এফসি। আগামী ২০২৬ সাল পর্যন্ত ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল আইএসএলের এই ফুটবল ক্লাব। ঘন্টা কয়েক আগে নিজেদের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশ কিছু ছবি আপলোড করে ম্যানেজমেন্ট। তাঁদের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে অনেক তাই খুশি করবে সকল সমর্থকদের।