Chennaiyin FC: আয়ারল্যান্ডের এই মিডফিল্ডারকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছে এফসি গোয়া। জগন্নাথের রাজ্যে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট জয়…

east bengal may have interested in former mohun bagan player carl mchugh

সুপার কাপ জয়ের মধ্য দিয়ে গত মরসুম শেষ করেছে এফসি গোয়া। জগন্নাথের রাজ্যে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসিকে পরাজিত করে এই সর্বভারতীয় কাপ টুর্নামেন্ট জয় করেছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। সেই সুবাদে এই নয়া সিজনে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থাৎ এএফসির টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা সমর্থকদের কাছে। সেই কথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনে বাড়তি নজর দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে আগের তুলনায় দলকে আরও শক্তিশালী করাই প্রধান লক্ষ্য ছিল সকলের।

Also Read | Chennaiyin FC coach: চেন্নাইয়িন কোচের হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে মিরান্ডা

   

এক্ষেত্রে শেষ কয়েক মাসে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। গতবারের দলের একাধিক ফুটবলারদের রিলিজ ও করে দিয়েছে এফসি গোয়া। যাদের মধ্যে ছিলেন বিদেশি তারকা কার্ল ম্যাকহিউ (Carl McHugh)। উল্লেখ্য শেষ সিজনে দলের সাফল্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই ফুটবলারের। বিশেষ করে মাঝমাঠ সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আইরিশ মিডফিল্ডারের। ইন্ডিয়ান সুপার লিগে দলের হয়ে খেলেছিলেন প্রায় কুড়িটি ম্যাচ। যার মধ্যে একটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল তার।

Also Read | Mohun Bagan in ACL Two: বাগানকে আটকাতে ফিজিক্যাল ফিটনেসে বাড়তি নজর আহালের

Advertisements

বলতে গেলে মাঝমাঠে প্রতিপক্ষ দলের আক্রমণ প্রতিরোধ স্প্যানিশ কোচের অন্যতম বড় অস্ত্র হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু নয়া সিজনে তাঁকে রিলিজ করেছে গোয়া শিবির। সেই নিয়ে এখনও রয়ে গিয়েছে বিতর্ক। এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর এবারের এই প্রথম ডিভিশন ফুটবল লিগের কথা মাথায় রেখে নাকি তাঁকে দলে চূড়ান্ত করতে চলেছে দক্ষিণের আইএসএল জয়ী ফুটবল ক্লাব তথা চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। সেইমতো কথাবার্তা ও নাকি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে এই ফুটবলারের সঙ্গে। যারফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে ম্যাকহিউর অবস্থান।

Carl McHugh
Carl McHugh

Also Read | Mohun Bagan Kick Off: মঙ্গলেই এসিএল শুরু বাগানের, রবিবার থেকেই মিলছে অফলাইন টিকিট

এছাড়াও শোনা যাচ্ছে, দলের দায়িত্বে আসতে পারেন ভারতীয় কোচ ক্লিফোর্ড মিরান্ডা। ওয়েন কোয়েলের পরবর্তীতে কোচ হওয়ার দায়িত্বে অনেকটাই এগিয়ে তিনি। সেক্ষেত্রে ম্যাকহিউ এই দলে যোগদান করলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না কারুর কাছে।