হায়দরাবাদের বিপক্ষে খেলতে গিয়ে চোট, কেমন আছেন এলসিনহো ?

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবার আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী ওডিশা এফসি‌কে। সেই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস…

Elsinho Jose Diaz Jr Chennaiyin FC

অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে এবার আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী ওডিশা এফসি‌কে। সেই জয় নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেতে হয়েছিল টুর্নামেন্টের নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। মাঝে কয়েকবার জয় আসলেও দলের পারফরম্যান্স নিয়ে খুব একটা খুশি ছিলেন না সমর্থকরা। বিশেষ করে শেষ চারটি ম্যাচে কার্যত হতশ্রী পারফরম্যান্স ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবের।

ঘরের মাঠে মুম্বাই সিটি এফসির বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর তাঁদের পরাজিত হতে হয়েছিল টানা তিনটি ম্যাচ‌। যাদের মধ্যে ছিল কেরালা ব্লাস্টার্স এফসি থেকে শুরু করে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইমামি ইস্টবেঙ্গল। বলতে গেলে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে কলকাতা ময়দানের তিন প্রধানের কাছেই কার্যত ধরাশায়ী হতে হয় আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবকে। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল কন্নর শিল্ডদের।

সেইমতো প্রথম থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা গিয়েছিল দলের ফুটবলারদের। এদিন বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিলেন চেন্নাইয়িন এফসির তারকা ফুটবলার জর্ডন উইলমার গিল। কিন্তু ফিনিশ করা সম্ভব হয়নি তাঁর পক্ষে। ইরফান ইয়াদওয়াদের একমাত্র গোলে প্রথমার্ধের প্রথম কোয়ার্টারে এগিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের। কিন্তু এসবের মাঝেই ছন্দপতন ঘটে ম্যাচের ষাট মিনিটে‌। হেড দিতে গিয়ে গুরুতর চোট পান ব্রাজিলিয়ান ডিফেন্ডার এলসিনহো জোসে দিয়াজ জুনিয়র (Elsinho Jose Diaz Jr)।

Advertisements

একেবারে অচৈতন্য অবস্থায় তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন এই তারকা ফুটবলার। দল জয়ের সরণিতে ফিরলেও এই তারকার চোট নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চেন্নাইয়িন কোচ ওয়েন কোয়েল‌। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, এখন আগের থেকে ভালো আছেন এই ব্রাজিলিয়ান তারকা। কিন্তু চোট সমস্যা চিন্তায় রাখছে সকলকে‌। সেক্ষেত্রে আগামী কয়েকটি ম্যাচে হয়তো মাঠের বাইরে থাকতে হতে পারে এই তারকা ফুটবলারকে।

Chennaiyin FC’s Brazilian defender Elsinho Jose Diaz Jr. suffers a serious injury during their match against Hyderabad FC. After being rushed to the hospital, his current condition shows improvement, but concerns remain over his availability for upcoming matches.”