দেখতে দেখতে চিমা সহ কয়েকজনকে নিশ্চিত করে ফেলল আইএসএল ক্লাব

জোর কদমে চলছে আগামী মরসুমের দল গঠনের কাজ। ট্রান্সফার মার্কেটে কমবেশি সব দল কাজ শুরু করে দিয়েছে। কিছু ক্লাব কাজ করছে দ্রুত গতিতে। ইতিমধ্যে নিশ্চিত…

Daniel Chima Chukwu

জোর কদমে চলছে আগামী মরসুমের দল গঠনের কাজ। ট্রান্সফার মার্কেটে কমবেশি সব দল কাজ শুরু করে দিয়েছে। কিছু ক্লাব কাজ করছে দ্রুত গতিতে। ইতিমধ্যে নিশ্চিত করে ফেলেছে একাধিক ফুটবলার। ইন্ডিয়ান সুপার লিগের একটি ক্লাব দল গঠন করছে ঝড়ের গতিতে।

কথা হচ্ছে Chennaiyin FC সম্পর্কে। আইএসএল এর শেষ মরসুমে ভাল কোচ, ভাল প্রোফাইল সম্পন্ন বিদেশি ফুটবলার নিয়ে এসেও কাজের কাজ করতে পারেনি ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের প্রাক্তন চ্যাম্পিয়নরা ট্রফিহীনভাবে শেষ করেছে মরসুম। ট্রফি খরা কাটাতে চাইছেন Chennaiyin ফুটবল ক্লাবের কর্তারা। আসন্ন মরসুমে পয়েন্ট টেবিলের ভাল জায়গা দলকে তুলে নিয়ে আসবে বদ্ধপরিকর ক্লাব।

   

Chennaiyin FC দল বদলের বাজারে কাজ শুরু করেছে অনেক আগে থেকে। যার ফল ক্লাব সমর্থকরা হয়তো ইতিমধ্যে পেতে শুরু করেছেন। জল্পনা অনুযায়ী, ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। যার মধ্যে রয়েছে বিদেশি ফুটবলার। জামশেদপুর থেকে আগামী মরসুমে দক্ষিণ ভারতের এই ক্লাবে যোগ দিচ্ছেন দ্যানিয়েল চিমা চুকুউ।

আর কোন কোন খেলোয়াড় যোগ দিতে পারেন Chennaiyin ফুটবল ক্লাবে? জল্পনা অনুযায়ী চিমা, হামতে, জিতেন্দ্র সিং, মহম্মদ নওয়াজ, মন্দার রাও দেশাই, গুরকিরাত সিং ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন ক্লাবে। সব ঠিকঠাক চললে মোহনবাগান সুপার জায়ান্ট থেকে কিয়ান নাসিরিও যোগ দেবেন Chennaiyin ফুটবল ক্লাবে। ডিফেন্স ও আক্রমণভাগে সাহায্য করতে পারবেন এরকম ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় ক্লাব। অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে যুক্ত করা হতে পারে গতি।