HomeSports Newsঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে সমর্থকদের উদ্দেশ্যে কোন বার্তা কোয়েলের?

ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হয়ে সমর্থকদের উদ্দেশ্যে কোন বার্তা কোয়েলের?

- Advertisement -

শনিবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) তাঁদের তৃতীয় পরাজয়ের সঙ্গী হল। ম্যচের দ্বিতীয়ার্ধে পিভি বিষ্ণু (PV Vishnu) এবং জিকসান সিংয়ের (Jeakson Singh) গোলে মরশুমের দ্বিতীয় জয় নিশ্চিত করে লাল-হলুদ শিবির। অন্যদিকে, চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) জন্য এটি ছিল তাদের তৃতীয় পরাজয়। ঘরের মাঠে পরাজয়ের পর সমর্থকদের (Supporters) হতাশার কথা স্বীকার করে নিয়েছেন দলের কোচ ওয়েন কোয়েল (Owen Coyle)।

Mohunbagan SG : রক্ষণে শুভাশিসের পরিবর্তে কোন ফুটবলার? জানুন

   

ম্যাচের প্রথমার্ধে চেন্নাইয়িন এফসি বেশিরভাগ সময় বল দখলে রেখেছিল। তবে দ্বিতীয়ার্ধে তারা দুটি গোল হজম করে এবং ম্যাচে ফিরে আসতে ব্যর্থ হয়। কোচ ওয়েন কোয়েল ম্যাচ শেষে তাঁর দলের সুযোগ হারানোর বিষয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমরা প্রথমার্ধে ভালো শুরু করেছিলাম, আমাদের সামনে কিছু দারুণ সুযোগ এসেছিল ম্যাচে এগিয়ে যাওয়ার জন্য। যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি আমরা এগিয়ে যেতাম, তাহলে তারা আরো আক্রমণাত্মক হতো। তবে ইস্টবেঙ্গল আমাদের প্রতি অনেক সম্মান দেখিয়ে পুরো দলকে রক্ষণভাগে রাখে।”

Mohunbagan SG : নর্থইস্ট ম্যাচে বড় সুযোগের হাতছানি পেত্রাতোস-স্টুয়ার্টদের সামনে

তিনি আরও বলেন, “তবে আমরা যে দুটি গোল হজম করেছি, তা সহজে এড়ানো সম্ভব ছিল। প্রথম গোলটা দুর্বল ছিল, সেখানে সাউল ক্রেসপো বেশ ভালো দৌড় দিলো, তবে আমাদের ডিফেন্ডারের সাথে তাঁর দৌড় মিলানো উচিত ছিল। এর র ১-০ হয়ে যাওয়ার পর আমরা কিছু পরিবর্তন করেছি এবং সত্যি কথা বলতে গেলে, আমরা ১-০ তে পিছিয়ে পড়ে আরও ভালো কিছু আশা করছিলাম, কিন্তু যে পাসটা ভুল হয়ে গেল, তা থেকেই জিকসান সিং একটি দুর্দান্ত গোল করে বসে। তার আগে আমরা ভালো খেলছিলাম, আর মনে হচ্ছিল যে আমরা হয়তো জয় পেতে যাচ্ছি।”

লাল-হলুদের এই জয়ের প্রসঙ্গে কী বললেন দেবব্রত সরকার?

চেন্নাইয়িন এফসির টানা তিন ম্যাচে গোল না করার ঘটনায় কোচ তাঁর দলের পরাজয়ে হতাশ হয়ে সমর্থকদের অনুভূতি প্রসঙ্গে বলেন, “এটা হলো আইএসএলে টপ লেভেলের বাস্তবতা। যদি আপনি আপনার সুযোগগুলো কাজে না লাগান, তাহলে আপনি পরিণতি ভোগ করবেন। আমি সবচেয়ে বেশি হতাশ তাদের জন্য, যারা মাঠে এসে আমাদের সমর্থন দেন, তাঁরা আমাদের ম্যাচে জয় পাওয়ার জন্য উৎসাহিত করেন। কিন্তু আমরা তাঁদের হতাশ করে ফেলেছি, বিশেষ করে ঘরের মাঠে হারার পর।”

চেন্নাইয়িন বধ করার পর কী বললেন অস্কার? জানুন

চেন্নাইয়িন এফসি বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে লিগের নবম স্থানে রয়েছে। আগামী ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে তাঁরা নিজেদের পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। কোচ কোয়েল তার দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি ম্যাচ হারলে চাপ বাড়ে, কিন্তু আমাদের লক্ষ্য হবে পরবর্তী ম্যাচে জয় পাওয়া এবং আমাদের খেলা পুনরুদ্ধার করা। আমরা জানি যে, আমাদের পক্ষে ফিরে আসা সম্ভব, গত মরশুমের শুরুতে আমরা তিনটি ম্যাচ হারলেও পরে ফিরে এসেছিলাম। তবে এখন আমাদের কাজ হচ্ছে, পরবর্তী ম্যাচে ভালো খেলা এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular