Sarthak Golui: বাঙালি ডিফেন্ডারকে বিদায় জানাল আইএসএল ক্লাব

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) স্কোয়াডে ব্যাপক বদলের সম্ভাবনা। বাঙালি ডিফেন্ডারকে (Sarthak Golui) বিদায় জানাল ক্লাব। বুধবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিদায় বার্তা।    …

Chennaiyin FC bid good bye to Sarthak Golui

চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC) স্কোয়াডে ব্যাপক বদলের সম্ভাবনা। বাঙালি ডিফেন্ডারকে (Sarthak Golui) বিদায় জানাল ক্লাব। বুধবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিদায় বার্তা।

   

সার্থক গোলুইকে বিদায় জানিয়েছে চেন্নাইয়িন এফসি। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সার্থককে বিদায় জানানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। ২০২৩-২৪ মরসুমে ক্লাবের সঙ্গে থাকলেও প্রথম একাদশে ছিলেন অনিয়মিত। চেন্নাইয়িন এফসির হেড কোচ তাঁর ওপর ভরসা রাখতে পারেননি খুব একটা।

দল গঠন নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে Chennaiyin FC

কোচের আস্থা অর্জন করতে পারেননি সার্থক গোলুই। তাঁকে মাঠের বাইরে রেখেই বেশিরভাগ সময় দল সাজিয়েছিলেন ওয়েন কয়েল। সার্থককে কখনও প্রথম একাদশে রাখা হলেও পরে তুলে নেওয়া হয়েছিল মাঠ থেকে। সব মিলিয়ে ২০২৩-২৪ মরসুম কলকাতার এই ফুটবলারের জন্য খুব একটা স্মরণীয় ছিল না।

 

২৬ বছর বয়সী সার্থক গোলুইকে দীর্ঘ দেখা যায়নি নিজের পরিচিত ফর্মে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সুযোগ পেলেও দাগ কাটতে পারেননি। ইস্টবেঙ্গল থেকে লোনে যোগ দিয়েছিলেন চেন্নাইয়িন এফসিতে। সিনিয়র কেরিয়ারের শুরু দিকে প্রচারের আলোকে ছিলেন সার্থক। খেলেছেন দেশের একাধিক নামী ক্লাবে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হয়েও খেলেছেন। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছেন দুই দফায়।

Rafael Crivellaro: বিদায় জানাতে পারেন আইএসএল ‘লেজেন্ড’

সবথেকে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে পুনে সিটির হয়ে। এছাড়া খেলেছেন মুম্বই সিটি এফসির হয়ে। পুনে সিটি ও মুম্বই সিটির হয়ে বেশ কিছু ম্যাচে ভরসা জুগিয়েছিলেন রক্ষণভাগে। নিজের ফর্ম ধরে রাখতে পারেননি তিনি। ইস্টবেঙ্গলের হয়েও বেশ কিছু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। ধারাবাহিক ছিলেন না সার্থক গোলুই।