Transfer Window: ভারতের ক্লাবে অস্ট্রেলিয়ার অন্যতম সফল ডিফেন্ডার!

Curtis Good

তাক লাগানো মতো একের পর এক প্রোফাইল, কোটি কোটি টাকার ডিল। ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) কার্যত তোলপাড় হচ্ছে ভারতীয় ফুটবল মহল। কে কোন দলে যাচ্ছেন সে ব্যাপারে আলোচনার অন্ত নেই। চমক হয়তো আরো বাকি। ঠিকানা বদলে চমক দিতে পারেন আরও একাধিক নক্ষত্র।

কার্টিস গুড। পুরো নাম কার্টিস এডোয়ার্ড গুড (Curtis Edward Good)। সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডারকে নিয়ে জোর চর্চা। অনেকেই মনে করছেন চেন্নাইয়িন ফুটবল ক্লাব (Chennaiyin FC)অস্ট্রেলিয়ার এই ফুটবলারকে দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। কার্টিস অস্ট্রেলিয়ায় ক্লাব ফুটবলের অন্যতম সফল এবং ধারাবাহিক ফুটবলার। মেলবোর্ন সিটি ক্লাবের রক্ষণভাগের স্তম্ভ তিনি। ২০১৮ থেকে যুক্ত রয়েছেন এই ক্লাবের সঙ্গে। খেলেছেন একশোর বেশি ম্যাচ, করেছেন কিছু গোল। কার্টিস গুড মেলবোর্ন থেকে সোজা চেন্নাইয়ে এলে সেটা বেশ উল্লেখযোগ্য হবে বলে অনেকে মনে করছেন।

   

ভারতীয় ফুটবলে এখন অস্ট্রেলিয়ার ফুটবলারের রমরমা। সে দেশের সেরা কয়েকজন ফুটবলারকে নিশ্চিত করেছে ইন্ডিয়ান সুপার লীগের একাধিক ক্লাব। নতুন মরসুমে ভারতীয় ক্লাবের হয়ে মাঠে নামবেন জেসন কমিংস, উইলিয়ামসের মতো ফুটবলাররা। সেই পথেই কি কার্টিস গুড? বিষয়টা আপাতত জল্পনার স্তরেই রয়েছে। কার্টিস গুড এবং চেন্নাইয়িন ফুটবল ক্লাব সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি। তবে দুই পক্ষ সমঝোতায় আসতে পারেন, এমন সম্ভবনা রয়েছে বলে অনেকের অনুমান।

হেড কোচ ওয়েন কয়েলকে সামনে রেখে এবার দল সাজাচ্ছে চেন্নাইয়িন ফুটবল ক্লাব। ভারতীয় এবং বিদেশি খেলোয়াড়দের নিয়ে ইতিমধ্যে তারা যে স্কোয়াড গঠন করেছে সেটা সমীহ জাগানোর মতো। ইতিমধ্যে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্ডিয়ান সুপার লীগের এই দল। ভারতীয়দের পাশপাশি বিদেশি ফুটবলারদেরও দেখে নিচ্ছে ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন