সুপার কাপের স্কোয়াড ঘোষণা করল চেন্নাইয়িন এফসি

বুধবার সন্ধ্যায় কলিঙ্গ সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি। লড়াইটা…

Chennaiyin FC Announces Squad for Kalinga Super Cup

বুধবার সন্ধ্যায় কলিঙ্গ সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেট্র ক্র্যাটকির শক্তিশালী মুম্বাই সিটি এফসি। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন ওয়েন কোয়েল। তাই সবদিক মাথায় রেখেই ফুটবলারদের অনুশীলন করিয়েছেন এই ব্রিটিশ কোচ। চলতি ফুটবল সিজনে এখনও পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্স থাকলেও এই হতাশা ভুলে এবার সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমতো গত মঙ্গলবার রাতেই এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে চেন্নাইয়িন দল।

Also Read | নতুন মরসুমে কোথায় যোগ দেবেন কালটাক?

   

সেই অনুযায়ী দলের গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে মোহম্মদ নওয়াজ, সমিক মিত্র এবং মালকার উমেশ। তিন কাঠির প্রহরী হিসেবে এই তিন গোলরক্ষকের উপরেই ভরসা রেখেছেন এই আইএসএল জয়ী কোচ। এছাড়াও দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন রায়ান এডওয়ার্ড, প্রীতম কোটাল, এলসিনহো ডায়াস,‌ পিসি লালদিনপুইয়া, ভিগনেশ দক্ষিণামুর্তি, অঙ্কিত মুখোপাধ্যায় এবং মন্দার রাও দেশাই। মাঝ মাঠের দখল নেওয়ার জন্য থাকছেন লুকাস ব্রাম্বিলা, ফারুক চৌধুরী, এডউইন সিডনি, মহেসন সিং, লালরিনলিয়ানা হনামতে, জিতেশ্বর সিং এবং জিতেন্দ্র সিংয়ের মতো ফুটবলাররা।

Also Read | মেসি-সেলিসদের বিদায় জানাচ্ছে ইস্টবেঙ্গল, কবে শেষ হবে চুক্তি?

সেইসাথে ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকছেন উইলিমার জর্ডান গিল, ড্যানিয়েল চিমা চুকু, কিয়ান নাসিরি, গুরকিরাত সিং, ইরফান ইয়াদওয়ার্ড, ভিন্সি ব্যারেটো এবং দাপুটে ফুটবলার কনর শিল্ডস। বলাবাহুল্য, বহু প্রত্যাশা নিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল অভিষেক বচ্চনের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে বিশেষ করে দলের হয়ে গোল তুলে নেওয়ার ক্ষেত্রে উইলমার জর্ডান গিলের উপর বিশেষ প্রত্যাশা ছিল সকলের। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করা সম্ভব হয়নি এই তারকা ফুটবলারের পক্ষে। যারফলে সিজন শেষেই তাঁকে রিলিজ করার কথা শোনা যেতে শুরু করেছিল বিভিন্ন মাধ্যম থেকে।

যারফলে এবারের এই কলিঙ্গ সুপার কাপে এই তারকা ফুটবলারের পারফরম্যান্সের ভিত্তিতেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। এছাড়াও এই টুর্নামেন্টে কনর শিল্ডের উপর বিশেষ নজর থাকতে চলেছে সকলের।

Advertisements