ঘরের মাঠে ড্র, এফসি গোয়ার প্রশংসায় মাতলেন চেন্নাইয়িন কোচ কোয়েল

সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে আইএসএল ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী এফসি গোয়া (FC Goa) ফুটবল দল।…

Head coach Owen Coyle

short-samachar

সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার নিজেদের ঘরের মাঠে আইএসএল ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী এফসি গোয়া (FC Goa) ফুটবল দল। ইন্দোরে ম্যাচ হলেও গোয়া যে সহজে ছেড়ে দেবে না সেই ইঙ্গিত মিলেছিল আগেই। তবুও নিজেদের সেরাটা দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া ছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের শেষে ২-২ গোলের অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ম্যাচ। এদিন চেন্নাইয়িন এফসির হয়ে গোল করেন যথাক্রমে উইলমার জর্ডন গিল এবং চিমা চুকু।‌

   

অপরদিকে গোয়া দলের হয়ে গোল করেন ভারতীয় তারকা উদান্তা সিং এবং আর্মান্দো সাদিকু। একটা সময় চেন্নাইয়িন এফসি এই ম্যাচে এগিয়ে গেলেও সেটা বজায় থাকেনি। উল্লেখ্য, নিজেদের ঘরের মাঠে ম্যাচ থাকায় শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছিল লুকাস বামব্রিলারা। সুযোগ বুঝেই প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে ঘন ঘন আক্রমণে উঠে আসতে শুরু করেছিল চেন্নাইয়িন। তবে গোলের মুখ খুলতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল জর্ডন গিলদের। তবে ১১ মিনিটের মাথায় চলে আসে সেই বহু প্রতীক্ষিত গোল। তারপর থেকেই যথেষ্ট চাপে পড়ে গিয়েছিল গোয়া ব্রিগেড।

তবে প্রথমার্ধের একেবারে গোল করে দলকে সমতায় ফেরান ভারতীয় তারকা উদান্তা সিং। যারফলে ১-১ গোলের অমীমাংসিত ফলাফলের শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধ থেকেই আক্রমণের তেজ বাড়িয়ে দেয় মানোলো মার্কুয়েজের ছেলেরা। তারপর পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু। সময় এগোনোর সাথে সাথেই গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণের সেই ফুটবল দল। তারপর ৭৯ মিনিটের মাথায় ড্যানিয়েল চিমা চুকুর গোলে সমতায় ফেরে চেন্নাইয়িন। তারপর আর গোলের মুখ খোলা সম্ভব হয়নি কারুর পক্ষে।

যার দরুন অমীমাংসিত ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। একটা সময় ম্যাচে এগিয়ে থাকলেও তা ধরে রাখা সম্ভব হয়নি ফারুক চৌধুরীদের। ঘরের মাঠে ড্র করায় কিছুটা হলেও চাপ থাকবে তাঁদের। অপরদিকে ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে প্রতিপক্ষ দলের যথেষ্ট প্রশংসা করেন চেন্নাইয়িনের ব্রিটিশ কোচ। তিনি বলেন, ” আমাদের মেনে নিতে অসুবিধা নেই যে এফসি গোয়া আমাদের মতোই যথেষ্ট বিপদজনক ছিল। প্রথমবার আমরা গোল করে এগিয়ে গিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া। তবে ওদের যথেষ্ট ভালো কম্বিনেশন রয়েছে।”

ওয়েন কোয়েল (Owen Coyle) আরও বলেন, ” আমি জানতাম যে আমাদের বেশকিছু সমস্যা হবে। কারণ স্পষ্টতই অঙ্কিত মুখার্জি বর্তমানে চোট পেয়েছেন তাছাড়া লালদিনপুইয়া বর্তমানে সাসপেন্ড, এবং রায়ান এডওয়ার্ডস পরিস্থিতি খুব একটা সামাল দিতে পারেননি। যারফলে আমাদের বেশকিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে প্রতিপক্ষ দলের একাধিক ভালো ফুটবলার রয়েছে। দেজান ড্র্যাজিক থেকে শুরু করে আর্মান্দো সাদিকু এবং বরিস সিংয়ের মতো ফুটবলার গোয়ায় আছে। যাদের আমি ভাল করেই চিনি‌। তবে আমাদের ছেলেরা ভুল শুধরে তাড়াতাড়ি জয় পেতে চাইবে।”