সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় আইএসএলের চতুর্থ ম্যাচ (ISL Match ) খেলবে চেন্নাইয়িন এফসি। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। গত দুই ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে জন আব্রাহামের দলকে। যারফলে কিছুটা হলেও চাপে রয়েছে পাহাড়ের এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের ও বেশ কিছুটা নিচে চলে আসতে হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে নিজেদেরকে জয়ের সরণিতে ফেরানোই অন্যতম লক্ষ্য আলাউদ্দিন আজিরেই থেকে শুরু করে পার্থিব গগৈদের।
অপরদিকে ও ঠিক একই পরিস্থিতি চেন্নাইয়িন এফসির। শুরুটা যথেষ্ট ভালো করলেও শেষ কয়েক ম্যাচে আটকে যেতে হয়েছে বারংবার। ওডিশা এফসির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় আসলেও পরবর্তীতে আটকে যেতে হয় নিজেদের হোম গ্ৰাউন্ডে। অনবদ্য লড়াই করে ও পরাজিত হতে হয় শক্তিশালী মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে। তারপর থাংবোই সিংটোর দুর্বল হায়দরাবাদ এফসির বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল কনর শিল্ডসদের।
সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই দক্ষিণের এই ফুটবল ক্লাবের। প্রতিপক্ষ হিসেবে রয়েছে ডুরান্ড জয়ী নর্থইস্ট। কিন্তু এই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট চিন্তায় চেন্নাইয়িন কোচ ওয়েন কোয়েল। আসলে গত কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া রয়েছে ইন্দোর সংলগ্ন অঞ্চলে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছে যে সেটা প্রভাব ফেলেছে সেখানকার জন জীবনে। যারফলে গত কয়েকদিন ঠিকমতো অনুশীলন করতে পারেননি দলের ফুটবলাররা।
সেই প্রসঙ্গেই চেন্নাইয়িন হেড কোচ বলেন, ” চেন্নাইয়ের তীব্র আবহাওয়ার কারণে আমরা গত তিনদিন প্রশিক্ষণ নিতে পারিনি। ফুটবল একটি জিনিস কিন্তু তাঁর চেয়েও গুরুত্বপূর্ণ, আমরা নিশ্চিত করতে চাই যে চেন্নাইয়ে সবাই নিরাপদ এবং ভালো আছে। এটাই প্রধান বিষয়। সেক্ষেত্রে ফুটবল গৌণ হয়ে ওঠে।” এই পরিস্থিতির দরুন অ্যাওয়ে ম্যাচ খেলতে কিছুটা হলেও আগে চলে এসেছে গোটা দল।
সেই প্রসঙ্গে ওয়েন কোয়েল বলেন, ” আমাদের অনুমতি দেওয়ার জন্য আমি নর্থইস্ট দলকে ধন্যবাদ জানাতে চাই, আমরা একদিন আগে এসেছি কারণ আজ চেন্নাইতে ফ্লাইট বাতিল হওয়ার আশঙ্কা ছিল। তাই প্রস্তুতির জন্য, আমরা একদিন আগে এসেছিলাম এবং জুয়ান পেদ্রো বেনালি এবং তার কর্মীরা আমাদের প্রশিক্ষণের সুবিধা করে দিয়েছিলেন। তাঁর জন্য অনেক অনেক ধন্যবাদ।”