একেবারে শেষ মুহূর্তে বাজিমাত করেছে ইস্টবেঙ্গল বিদেশি বাছাই করার ক্ষেত্রে। একদিনে পাঁচ বিদেশি ফুটবলার’কে দলে নেওয়ার খবর ঘোষণা করেছিল লাল হলুদ ব্রিগেড। ঘোষনার পরের দিন শহরে চলে এসেছেন ইস্টবেঙ্গলের সাইপ্রাসের ফুটবলার Charalambos Kyriakou। বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যার্থনা জানিয়েছেন ইস্টবেঙ্গলের বেশ কিছু কর্মকর্তারা।
২৭ বছর বয়সী এই ফুটবলার মূলত মাঝমাঠের খেলোয়াড়। পেশাদার ক্লাব কেরিয়ার একেবারেই দীর্ঘ নয়। মাত্র দুটি ক্লাবে খেলেছেন। যার মধ্যে একটি ক্লাবে লোনে। দশটি মরসুম তিনি খেলেছেন Apollon Limassol FC ক্লাবে। এক মরসুমের জন্য লোনে খেলেছিলেন পর্তুগালের G.D. Estoril Praia ক্লাবে। এরপর আবার ফিরে গিয়েছিলেন পুরনো ক্লাবে।
কেরিয়ারে খুব বেশি গোল করেননি। হাতে গোনা কিছু ম্যাচে লক্ষ্যভেদ করেছেন। জাতীয় দলের হয়েও গোল করেননি। দেশের হয়ে খেলেছেন তিরিশটির কাছাকাছি ম্যাচ। নতুন ক্লাবে তিনি কতোটা নিজেকে মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার বিষয়।