Charalambos Kyriakou: ইস্টবেঙ্গলের হয়ে একশো শতাংশ দিতে অঙ্গীকারবদ্ধ কিরিয়াকু

Charalambos Kyriakou

শনিবার কলকাতায় এসে উপস্থিত হয়েছেন ইস্টবেঙ্গলের সাইপ্রাসের ফুটবলার Charalambos Kyriakou। ইতিমধ্যে দলের ভারতীয় ফুটবলার’দের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন স্টিফেন কনস্ট‍্যানটাইন। চলতি মাসে ১৬ তারিখ একটি প্রদর্শনী ম‍্যাচ খেলবে লাল হলুদ ব্রিগেড,সেই ম‍্যাচে সংশ্লিষ্ট ফুটবলার খেলবেন কিনা,তা এখনও স্পষ্ট নয়।

বিমান বন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরিয়াকু জানিয়েছেন, তাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ, মাঠে নেমে একশো শতাংশ দেওয়াটাই তার অন‍্যতম লক্ষ‍্য।জানিয়েছেন ইস্টবেঙ্গলের মতো ঐতিহ‍্যবাহী একটি ক্লাবে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।

   

এদিন বিকেলেই অনুশীলনে নেমে পরলেন কিরিয়াকু।আর হাতে গোনা কয়েকটা দিন, তারপর নৈহাটিতে প্রস্তুতি ম‍্যাচ খেলবে ইস্টবেঙ্গল,আর তারপর ডুরান্ড কাপে খেলতে নামবে লাল হলুদ ব্রিগেড।তাই সময় নষ্ট না করে সকালে শহরে এসে বিকেলে সতীর্থদের সাথে প্রস্তুতি নিতে নেমে পরলো ইস্টবেঙ্গলের সাইপ্রাসের তারকা ফুটবলার কিরিয়াকু।প্রথম গা ঘামালেন আর তারপর দীর্ঘ সময় চললো বল নিয়ে নাড়াচাড়া করা।

এবছর ইস্টবেঙ্গলের প্রথম বিদেশি ফুটবলারের অনুশীলন দেখতে ভীড় জমিয়েছিলেন লাল হলুদ সমর্থক’রা।তাকে নিয়ে কেমন ভাবে দল সাজান ইস্টবেঙ্গলের বিদেশি কোচ, এখন সেটাই দেখার বিষয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন