ফের রেফারি ম্যানেজের অভিযোগকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠলো কলকাতা লিগ (CFL)। রেফারিরা নিজেদের ইচ্ছা মতো কোনও ম্যাচের ফলাফল নির্ধারিত করে ফেলছে এমনটাই উঠছে অভিযোগ। শনিবার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউনাইটেড স্পোর্টস বনাম সার্দান সমিতি। এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শীর্ষে আছে ইউনাইটেড স্পোর্টস।
সার্দান সমিতির সচিব হচ্ছেন আইএফএ’র সহ সভাপতি সৌরভ পাল।এবার তার’ই দলে বিরুদ্ধে রেফারি’র সিদ্ধান্ত গেছে বলে অভিযোগ তুলেছে সার্দান সমিতি।
খেলা তখন শেষের মুখে।খেলার ফলাফল ১-১।সার্দান সমিতির সচিবের বক্তব্য ইউনাইটেড স্পোর্টসের গোলটি রেফারি’র অনুকূলে পাওয়া।এরপর যখন ইউনাইটেডের গোলকিপার’কে একা পেয়ে জালে বল জড়ালেন সার্দানের ফুটবলার, তখন রেফারি অফসাইডের সিদ্ধান্ত দেয়।এরপর রেফারি’র এমন সিদ্ধান্তের পর সার্দান সমিতির সচিবআইএফএ’র সহ সভাপতি সৌরভ পাল।