Champions League: রুদ্ধশ্বাস ম‍্যাচে ৪-৩ গোলে রিয়াল মাদ্রিদ’কে হারালো ম‍্যান সিটি

Man City edge past Real madrid in seven goal thriller

মঙ্গলবার ঘরের মাঠে চ‍্যাম্পিয়ান্স লিগের (Champions League) সেমিফাইনালের প্রথম লেগের ম‍্যাচে রিয়াল মাদ্রিদ’কে (Real madrid) ৪-৩ গোলে হারালো ম‍্যান সিটি (Man City)। ম‍্যাচ হারলেও বেঞ্জেমা’দের দ্বিতীয় লেগে একটা দুরন্ত প্রত‍্যাবর্তনের সুযোগ থাকছে।নিঃসন্দেহে এদিন ইংলিশ দলটি’র আফশোষ থেকে যাবে ১৩ বারের চ‍্যাম্পিয়ান’দের বিরাট ব‍্যবধানে না হারানোর।

এদিন নীল সাদা দলের হয়ে গোল গুলো করেছেন – কেভিন দি ব্রুয়েনে,গ‍্যাব্রিয়েল জেসাস,ফিল ফোডেন এবং বার্নান্দো সিলভা।যদিও আরও কিছু গোল করা উচিত ছিলো তাদের,যেমন সুযোগ পেয়েছিলো।

   

বেঞ্জেমা এবং ভিনিসিয়াস জুনিয়র আশা বাঁচিয়ে রাখলো রিয়ালের প্রত‍্যাবর্তনের।আগামী ৪ ই মে সান্তিয়াগো বার্ণাব‍্যুতে পরবর্তী লেগের ম‍্যাচে মুখোমুখি হবে দুই দল।

এদিন ইউসিএলের আসরে ৩০ তম সেমিফাইনাল ম‍্যাচ খেলতে নেমেছিলো মাদ্রিদ, অন‍্যদিকে ক্লাবের ইতিহাসে তৃতীয় চ‍্যাম্পিয়ান্স লিগের সেমিফাইনালে খেলতে নেমেছিলো ম‍্যান সিটি।খেলা শুরু’র ৯২ সেকেন্ডের মাথায় রিয়াদ মাহারেজের বাড়ানো ক্রসে মাথা ছুঁয়ে প্রথমে সিটি’কে এগিয়ে দেয় দি ব্রুয়েনে।এদিন জেসাস’কে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে খেলানোর ফল পেয়েছেন সিটি কোচ গুয়ার্দিওলা,রিয়ালের ডিফেন্স বিভাগ’কে দারুণ চিন্তা’র মধ্যে রেখেছিলেন তিনি,সুযোগ সন্ধানী এই ফুটবলার রিয়ালের ডিফেন্ডার আলাবা, ব্রুয়েনের বাড়ানো একটা ক্রস ক্লিয়ার করতে গিয়ে ব‍্যার্থ হলে,তা থেকে গোল করে ম‍্যাচের ১০ মিনিটের মাথায় দলকে আরও খানিকটা এগিয়ে দেয় জেসাস।

ম‍্যাচে ক‍্যাসেমিরো’র অভাব টের পেয়েছে বেঞ্জেমারা।সংশ্লিষ্ট ব্রাজিলের ফুটবলার না থাকায় মাঝ মাঠের থেকে আক্রমণ শানাতে তেমন বিশেষ বেগ হয়নি সিটিজেন’দের।

এর আগেও চলতি ইউএসএলের একাধিক ম‍্যাচে তা প‍্যারিস সাঁজা হোক অথবা চেলসি’,ক্লাব’কে নিশ্চিত হার থেকে রক্ষা করেছিলেন বেঞ্জেমা,এদিন’ও ফের আরও একবার গোল করে দলকে নিরাপত্তা এনে দিয়েছেন তিনি।শেষে তার নেওয়া পানেনকা পেনাল্টির উপর নির্ভর করে ৪-৩ গোল ব‍্যাবধানে ম‍্যাচ শেষ করে রিয়াল,তবে আলাদা করে বলতেই হয় ভিনিসিয়াস জুনিয়রের কথা,রিয়ালের তরফে ম‍্যাচে দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি সম্পূর্ণ একক দক্ষতায় গতিতে সিটির ডিফেন্ডার’দের পরাস্ত করে, সবমিলিয়ে বার্ণাব‍্যুতে খেলতে যাওয়ার আগে পেপ’কে চাপে রাখলো তার দলের ডিফেন্সের পারফরম্যান্স।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন