ইস্টবেঙ্গলে খেললেও গ্যালারিতে বসে মোহনবাগানের খেলা দেখলেন চ্যাম্পিয়ন ফুটবলার

Shubo Ghosh, East Bengal Player

মোহনবাগান (Mohun Bagan) সমর্থকরা মাঝে মধ্যে বলে থাকেন, একবার যে সবুজ মেরুন জার্সি পরেছে, সে আজীবন মোহনবাগান ভক্ত হয়ে থাকবে। কথাটা খুব ভুল নয়। একাধিক উদাহরণ রয়েছে। বিদেশি ফুটবলার থেকে ভারতীয়, বাগান প্রেমে মজেছেন অনেকেই। শুভ ঘোষ হয়তো সম্প্রতিতম উদাহরণ।

সম্প্রতি কলকাতা লীগের মাঠে খেলা দেখতে গিয়েছিলেন শুভ ঘোষ। তাও কোন দলের খেলা? মোহনবাগানের। কেরিয়ারের শুরুর দিকে সবুজ মেরুন জার্সি পরে খেলেছিলেন। শতাব্দী প্রাচীন ক্লাবের হয়ে জিতেছিলেন আই লীগ ও কলকাতা লীগ। প্রতিরোধ ছিল দল। মরসুমের অন্যতম আবিষ্কার ছিলেন কলকাতার শুভ ঘোষ। সে কয়েক বছর আগের কথা। ২০১৯-২০ মরসুমে মোহনবাগানে হয়ে ভালো ফুটবল খেলেছিলেন, বেশ কিছু গোল করে ফুটবল প্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছিলেন শুভ।

   

এখন তিনি অনেক পরিণত ফুটবলার। একাধিক ক্লাবের অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে। এটিকে মোহন বাগান, কেরালা ব্লাস্টার্স, গোকুলাম কেরালার রিজার্ভ দলের সঙ্গে যুক্ত ছিলেন। ইস্টবেঙ্গলের জার্সিও কিন্তু পরেছিলেন । ইস্টবেঙ্গলের হয়ে খুব একটা প্রত্যাশা পূরণ করতে তিনি পারেননি।

কলকাতা লীগে মোহন বাগানের খেলা দেখতে গিয়েছিলেন। সাধারণ দর্শকদের মাঝে বসেই দেখছিলেন খেলা। প্রিয় খেলোয়াড়কে সামনে পেয়ে বাগান সমর্থকরা ছিলেন উচ্ছ্বসিত। ক্যামেরার সামনে শুভ বললেন, মোহনবাগান মনের বিশেষ কোণে। উল্লেখ্য, শুভ ঘোষের ফেসবুক প্রোফাইলে লেখা প্রফেশনাল ফুটবলার। মানে পেশাদার খেলোয়াড়। কভার ছবিতে ইস্টবেঙ্গলের ছবি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন