ফুটসল ক্লাব টুর্নামেন্টের ফাইনালে হেরে গেল মহামেডান

স্পোর্টস ডেস্ক: শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব, দিল্লি এফসির বিরুদ্ধে, নিউ দিল্লিতে। প্রথম ফুটসল…

Mohammedan lost in the final of Futsal Club Tournament

স্পোর্টস ডেস্ক: শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) পরিচালিত প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব, দিল্লি এফসির বিরুদ্ধে, নিউ দিল্লিতে।

প্রথম ফুটসল ক্লাব টুর্নামেন্টের চ্যাম্পিয়ন রঞ্জিত বাজাজের দিল্লি ফুটবল ক্লাব। ফাইনালে ম্যাচের ফলাফল মহামেডান এসসি ২-৭ দিল্লি এফসি। নিখিল মালির মহামেডান এসসি’র বিরুদ্ধে ফুটসল ক্লাব টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ নম্বর গোল।

ম্যাচের ৩ মিনিটে পিকার শট মহামেডানের ডিফেন্ডার মিহির সাওয়ান্তের মাথায় বল লেগে মহামেডানের জালে জড়িয়ে যেতেই দিল্লি এফসি ১-০ গোলের লিড নেয়।

ম্যাচের ৯ মিনিটে মহামেডানের জয়েশ দূরপাল্লা থেকে একটি শট মারেন, দিল্লির কিপার স্কট মোরেস ওই শট আটকে দেয়, কিন্তু স্নেডেন রিবাউন্ডে ভলি করেন কিন্তু মোরেস দুরন্তভাবে ওই শট সেভ করেন।

ম্যাচের ১২ মিনিটে মহামেডানের জয়েশ সেন্টার লাইনের পিছনে থেকে স্কট মোরেসের মাথার ওপর দিয়ে চিপ করে খেলায় ১-১ গোলের সমতায় ফিরে আসে।

Advertisements

১৭ মিনিটে নিখিল মালি দিল্লির ফরোয়ার্ড বেশ কয়েকটা স্টেপওভার চালান এবং নিখিলের শট মহামেডানের জালে জড়াতেই খেলার ফলাফল মহামেডান এসসি১-২ দিল্লি এফসি।

বিরতির পর খেলা শুরু হয়। ২৬ মিনিটে পেনাল্টি এলাকার প্রান্তে দিল্লি ফ্রি কিক পায়। নিখিল মালি এবং রোহিত মুলচান্দানি বলটি পরের দিকে রোল করে বল মহামেডানের জালে জড়াতে দিল্লি এফসি ১-৩ গোলে এগিয়ে যায়।
২৮ মিনিটে ‘ আবারও স্কোর করেন নিখিল মালি। নিখিলের টিমের হয়ে ব্যক্তিগত দ্বিতীয় গোল যেন ম্যাচের প্রথমার্ধে তার গোলের মিরর ইমেজ! মহামেডানের জয়েশের কাছে সে কয়েকটা স্টেপওভার করে, বাম পা দিয়ে বল জালে জড়াতেই ১-৪ গোলের লিড নেয় রঞ্জিত বাজাজের দিল্লি ফুটবল ক্লাব।

৩০ মিনিটে ফাউলের জন্য মহামেডান পেনাল্টি পায়। মিহির সাওয়ান্তের শট ক্রস-বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৩২ মিনিটে দিল্লি এফসির গোল। চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচেই হ্যাটট্রিক করেছেন নিখিল মালি। ১-৫ গোলে এগিয়ে যায় দিল্লি এফসি, মহামেডানের বিরুদ্ধে। 33′ পেনাল্টি থেকে মহামেডান এসসির হয়ে স্নেডেন মোরেস গোল করে। মহামেডান ২- ৬ দিল্লি এফসি।
২০ মিনিটে, ফের নিখিল মালির গোল ক্লোজ রেঞ্জ শট থেকে। মহামেডান ২-৭ দিল্লি এফসি। নিখিল মালির মহামেডান এসসি’র বিরুদ্ধে ফুটসল ক্লাব টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ নম্বর গোল। রেফারির শেষ বাশি বেজে উঠতেই চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে গা ভাসিয়ে ফেলেন দিল্লি এফসি ক্লাবের ফুটবলার থেকে কর্ণধার রঞ্জিত বাজাজ।