Qualifying for the Asia Cup: এশিয়া কাপে যোগ‍্যতা অর্জন করতে না পারলে চাকরি যাবে স্টিমাচের

national team coach Igor Stimac

এশিয়া কাপে সুনীলরা যোগ‍্যতা অর্জন করতে না পারলে চাকরি হারাবেন তিনি,এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ভারতের জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ’কে (Igor Stimac)। তাই এই মুহূর্তে খানিকটা চাপের মুখে থাকলেও দারুণ আত্মবিশ্বাসী তিনি।

Advertisements

আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এশিয়া কাপের যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচ গুলো অনুষ্ঠিত হবে কলকাতায়।বর্তমানে কলকাতায় প্রস্তুতি সারছে ভারতীয় দল।বুধবার এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রাক্টিস ম‍্যাচ খেলেছিলেন তারা,তাতে হার হজম করেছে সুনীলরা।

পরবর্তী দুটো ম‍্যাচ রয়েছে আই লিগ অল স্টার্সের বিরুদ্ধে যথাক্রমে ১৭ এবং ২০ মে ।কলকাতায় তিন ম‍্যাচ খেলে ভারতীয় দল যাবে দোহাতে,সেখানে জাম্বিয়া এবং জর্ডনের বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে।

Advertisements

মঙ্গলবার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী দেখিয়েছে স্টিমাচ’কে,তিনি আশাবাদী সফলতা পাওয়ার বিষয়‌।পাশাপাশি যোগ‍্যতা অর্জনের গ্রুপে নিজেদের ফেবারিট বলে দাবী করেন তিনি।আগামী ম‍্যাচ গুলো’তে দেশকে সমর্থন করতে কলকাতার দর্শকরা মাঠে আসুক, এমনটাই চান তিনি।

বর্তমানে এএফসি কাপে খেলার জন্য মোহনবাগানের ফুটবলার’রা নেই জাতীয় দলের সাথে।তার ফলে খুব একটা সমস্যায় পড়তে হবে না বলেই মনে করেন স্টিমাচ।তার বক্তব্য, সবুজ মেরুনের ফুটবলার’রা যোগ দেওয়ার পর নয় – দশ দিন সময় পাবে প্রস্তুতি নেওয়ার।তাই তাদের প্রথম দিকে ব‍্যবহার করার সুযোগ না পেলে শেষের দিকে হয়তো খেলাবেন।তবে এএফসি কাপের ম‍্যাচ গুলো’তে সবুজ মেরুনের ফুটবলার’দের পারফরম্যান্সের দিকে নজর থাকবে তার।সেই পারফরম্যান্স অনুযায়ী তাদের শিবিরে ডাকবেন।২৫ শে মে জাম্বিয়া,২৮ শে মে জর্ডনের বিরুদ্ধে খেলে ৩০ শে মে কলকাতায় ফিরে শেষ পর্বের প্রস্তুতি সারবে ব্লু টাইগার’রা।