সিএফএলের অনুষ্ঠানে চাঁদের হাট,‌ কোথায় হবে সম্প্রচার?

CFLLaunches with Star-Studded Ceremony
CFLLaunches with Star-Studded Ceremony

CFL 2024 Live Broadcast: সুপার কাপের মধ্য দিয়ে আগের মাসেই শেষ হয়েছে ফুটবল মরসুম। বর্তমানে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই নতুন করে ঘর গোছাতে ব্যস্ত দেশের অধিকাংশ ফুটবল দল। তবে এসবের মাঝেই বুধবার সন্ধ্যায় কলকাতার রোয়িং ক্লাবে দামামা বেজে গেল সিএফএলের নতুন সিজনের। বলতে গেলে এই প্রথমবার প্রাক্তন তারকা ফুটবলার ও কোচদের হাত ধরে লটারির মধ্য দিয়ে প্রকাশিত হল গ্ৰুপ বিন্যাস। এদিন প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে ছিলেন জামশেদ নাসিরি, অলোক মুখার্জি, ভাস্কর গাঙ্গুলী, প্রশান্ত ব্যানার্জী, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি, মেহেতাব হোসেনের মতো ফুটবলাররা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা দলের কোচ সঞ্জয় সেন। পাশাপাশি শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, সহ বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্তের মত ব্যক্তিবর্গরা সক্রিয় ছিলেন অনুষ্ঠানের পুরোভাগে। বলাবাহুল্য, এদিনের এই অনুষ্ঠানের মঞ্চেই আইএফএ’র সঙ্গে নয়া চুক্তি হয় এসএসইএনের। সেই অনুযায়ী আসন্ন কলকাতা ফুটবল লিগের প্রত্যেকটি ম্যাচ। যা নিঃসন্দেহে খুশি করবে সমর্থকদের। বলাবাহুল্য, গত সিজনে কলকাতা ময়দানের তিন প্রধানের পাশাপাশি ডায়মন্ড হারবার এফসির ম্যাচ গুলিই শুধুমাত্র সম্প্রচারিত হয়েছিল টেলিভিশনে।

   

তবে এবার হয়তো সবকটি ম্যাচই দেখা যাবে এসএসইএনে। তাছাড়া এবারের গ্ৰুপ বিন্যাস নিঃসন্দেহে জমজমাট করে দিয়েছে টুর্নামেন্ট‌। যেখানে একই বিভাগ অর্থাৎ গ্ৰুপ ‘এ’তে স্থান পেয়েছে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও মেসার্স ক্লাবের পাশাপাশি রয়েছে কালিঘাট স্পোর্টস লাভার্স, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্ৰাফ, ক্যালকাটা কাস্টমস, কালিঘাট এমএস, পাঠচক্র আর্মি রেড, এবং পুলিশ এফসি। অপরদিকে গ্ৰুপ ‘বি’তে স্থান পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব।

এই নয়া সিজনের কথা মাথায় রেখেই গত কয়েকদিন আগে থেকেই খেলোয়াড়দের নিয়ে মাঠে নেমে পড়েছে বেশ কয়েকটি ফুটবল ক্লাব। আসলে ভুল ত্রুটি শুধরে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সকলের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন