বেজে গিয়েছে দামামা। কলকাতা ফুটবল লিগ (CFL) শুরু হওয়ার মুখে। এরই মধ্যে নিশ্চিত হল আরও এক বিদেশি ফুটবলার। যিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ধারাবাহিক ফুটবল।
অন্যান্যবারের মতো এবারের ভালো দল গঠন করতে চেয়েছে সর্দান সমিতি। সেই লক্ষ্যে রক্ষণ ভাগকে মজবুত করতে চেয়েছে তারা। সই করানো হয়েছে উগান্ডার জাতীয় দলের ফুটবলার হাবিব কাভুমাকে। দেশের হয়ে ৫০ টিরও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা তাঁর রয়েছে। মূলত রক্ষণ ভাগের খেলোয়াড়।
৩০ বছর বয়সী এই ফুটবলার নিজ কেরিয়ারে বেশ সফল। ইতিমধ্যে জিতেছেন – একটি রোয়ান্ডা প্রিমিয়ার লিগ খেতাব, ৬ বার উগান্ডা প্রিমিয়ার লিগ, ৪ বার CECAFA।
সর্দান সমিতির রক্ষণে ইতিমধ্যে নিশ্চিত হয়েছেন নির্মল ছেত্রী। ভারতীয় ফুটবলের অন্যতম এই নক্ষত্র খেলবেন হাবিব কাভুমার পাশে। লিগে নামার আগে বেশ কিছু অনুশীলন ম্যাচে নেমেছিল সমিতি। সেখানে ডিফেন্স কিছু ফাঁকফোকর লক্ষ্য করা গিয়েছিল। সেগুলোকেই মেরামত করার চেষ্টা করছেন ক্লাব কর্তারা।