CFL: তিন প্রধানের থেকেও আর্মি রেডকে এগিয়ে রাখলেন সুরুচির রঞ্জন

   প্রকাশিত হয়েছে আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL) গ্ৰুপ বিন্যাস। আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ছাব্বিশটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্ৰুপে। গ্ৰুপ…

suruchi sangha cfl
  

প্রকাশিত হয়েছে আসন্ন কলকাতা ফুটবল লিগের (CFL) গ্ৰুপ বিন্যাস। আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ছাব্বিশটি দলকে ভাগ করা হয়েছে দু’টি গ্ৰুপে। গ্ৰুপ এ-তে রয়েছে সুরুচি সংঘ (Suruchi Sangha)। কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে সুরুচি নতুন দল। সিএফএল-এ তারা কেমন খেলে সে দিকে চোখ থাকবে বাংলার ফুটবল প্রেমীদের।

সুরুচি সংঘের কোচ রঞ্জন ভট্টাচার্য, নিজের দল নিয়ে তিনি কতটা আশাবাদী? রঞ্জন ভট্টাচার্য বলেছেন, “অবশ্যই আমাদের লক্ষ্য সুপার সিক্সের জন্য যোগ্যতা অর্জন করা। নিজেদের গ্ৰুপের প্রথমে তিনে থাকার জন্য চেষ্টা করবো আমরা।”

   

Mohammedan SC: মহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিলেন ভগবতীপুরের ইসরাফিল

খাতায় কলমে সুরুচি সংঘের দল খারাপ নয়। অমিত টুডু, সৌভিক দাস-সহ একাধিক অভিজ্ঞ ফুটবলার দলে রয়েছে। রঞ্জনের মতে, “আমাদের দল নতুন ও অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে তৈরি হয়েছে। সিনিয়র ফুটবলার যেমন রয়েছে, তেমনই রয়েছে জুনিয়র ফুটবলার। অ্যাডামাসের কয়েকজনকেও দলে নিয়েছি।” এ প্রসঙ্গে বলে রাখা ভাল, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে অ্যাডামাস ফুটবল দলের দায়িত্বে ছিলেন।

সুরুচি সংঘের গ্ৰুপে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব, ডায়মন্ড হারবার এফসির মতো হেভিওয়েট দল। কোন দলকে সবথেকে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন রঞ্জন? তাঁর কথায়, “আমাদের গ্ৰুপ হোক কিংবা দুই মিলিয়ে, আর্মি রেড কঠিন প্রতিপক্ষ। আমার মনে হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের থেকে আর্মি রেড কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে যে কোনও টিমকে।”

Dip Saha: ‘চার বছর খেলেও ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পেলাম না,’ আক্ষেপ দীপের

ময়দানের তিন প্রধান ক্লাবের থেকেও আর্মি রেডকে কেন এগিয়ে রাখছেন এই অভিজ্ঞ কোচ? রঞ্জনের যুক্তি, “ওদের মতে একতা, ডিসিপ্লিন এগুলো খুব ভাল। বিগত কয়েক বছরে আর্মি রেড ভাল খেলেছে। ন্যাশনাল লেভেলেও দলটার পাফরম্যান্স ভাল। স্কোয়াডের ছেলেদের মধ্যেও বোঝাপড়া ভাল।”