সুপার সিক্সে কবে ও কাদের মুখোমুখি হবে দুই প্রধান? জানুন

দিনকয়েক আগেই শেষ হয়েছে কলকাতা ফুটবল লিগের (CFL) গ্ৰুপ পর্ব। যেখানে অপরাজিত থেকেই সুপার সিক্সে স্থান করে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়ে…

Mohun Bagan East Bengal CFL

দিনকয়েক আগেই শেষ হয়েছে কলকাতা ফুটবল লিগের (CFL) গ্ৰুপ পর্ব। যেখানে অপরাজিত থেকেই সুপার সিক্সে স্থান করে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। টালিগঞ্জ অগ্রগামীকে বড় ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেছিল ময়দানের এই প্রধান। তারপর জর্জ টেলিগ্রাফ থেকে শুরু করে পুলিশ এফসি সহ অন্যান্য দল গুলির বিপক্ষে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছিল বিনো জর্জের ছেলেরা। এমনকি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টের বিপক্ষে ও জয় এসেছিল অতি সহজেই।

   

যারফলে টুর্নামেন্টের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে সুপার সিক্স খেলতে নামবে লাল-হলুদ ব্রিগেড। অপরদিকে গত কয়েক বছর ধরে প্রিমিয়ার ডিভিশন লিগ জয় করলেও এবার গ্ৰুপ পর্বে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের। একাধিক ম্যাচে আটকে যেতে হয়েছিল হাকিম সেগেন্ডোর ছেলেদের।‌ যারফলে একটা সুপার সিক্সে যাওয়া নিয়ে কার্যত ধোঁয়াশা দেখা দিয়েছিল ময়দানের এই প্রধানের। তবুও শেষ পর্যন্ত বাজিমাত করে সাদা-কালো ব্রিগেড।

সুপার সিক্সে নিজেদের স্থান করে নেয় গতবারের খেতাব জয়ীরা। যেখানে ভবানীপুর ফুটবল ক্লাবের পাশাপাশি তাঁদের লড়াই করতে হবে ডায়মন্ড হারবার এফসি, নিউ আলিপুর সুরুচি সংঘ ও ক্যালকাটা কাস্টমসের মতো দলগুলির বিপক্ষে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন সকলে। তবুও নিজেদের সেরাটা দিয়ে খেতাব জয় করতে বাধ্য পরিকর ময়দানের প্রতিটি ক্লাব। কিন্তু কবে থেকে শুরু হবে সুপার সিক্সের লড়াই?

সেই নিয়ে উঠে আসলো নয়া তথ্য। বঙ্গীয় ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ই সেপ্টেম্বর থেকে শুরু হবে কলকাতা লিগের সুপার সিক্সের ম্যাচ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং ক্লাব এবং ভবানীপুর ক্লাব। তারপর ১২ই সেপ্টেম্বর ইমামি ইস্টবেঙ্গল লড়াই করতে নামবে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ ১৩ই সেপ্টেম্বর সুরুচি সংঘের সাথে খেলবে কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। দুইদিনের বিরতি। তারপর ১৫ই সেপ্টেম্বর মহামেডান স্পোর্টিং খেলতে নামবে ক্যালকাটা কাস্টমসের বিপক্ষে।

পরের দিন অর্থাৎ ১৬ই সেপ্টেম্বর ইস্টবেঙ্গল দলকে খেলতে হবে নিউ আলিপুর সুরুচি সংঘের বিপক্ষে। একদিনের বিরতির পর ১৮ই সেপ্টেম্বর ভবানীপুর খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসির সাথে। তারপর আগামী ২০শে সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত ডার্বি। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। পরেরদিন সুরুচি সংঘ খেলবে ভবানীপুরের সাথে এরপর ২২ তারিখ ডায়মন্ড হারবার এফসি খেলবে ক্যালকাটা কাস্টমস ক্লাবের বিপক্ষে।

একটা দিনের বিরতির পর ২৪ তারিখ সুরুচি সংঘ খেলবে ব্ল্যাক প্যান্থার্সদের সাথে। ২৫ তারিখ ইমামি ইস্টবেঙ্গল খেলতে নামবে ডায়মন্ড হারবার এফসির সাথে। তারপরের দিন ক্যালকাটা কাস্টমস খেলতে নামবে ভবানীপুরের সাথে। অন্তিম রাউন্ডের খেলা শুরু হবে আগামী ২৮শে সেপ্টেম্বর। যেদিন খেলতে নামবে শক্তিশালী ডায়মন্ড হারবার এফসি এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। পরেরদিন খেলবে ভবানীপুরের সঙ্গে ফের ম্যাচ খেলবে মশাল ব্রিগেড। তারপর ৩০শে সেপ্টেম্বর সুরুচি সংঘ ও কাস্টমসের ম্যাচ দিয়ে শেষ হবে এই সুপার সিক্স রাউন্ড। আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ম্যাচের ভেন্যু।