CFL: এবার রেডিওতে ধারাবিবরণী শোনা যাবে কলকাতা লিগের

ফের কলকাতা লিগে (CFL) শোনা যাবে রেডিও’র ধারাবিবরণী। শেষ কবে কলকাতা লিগের ধারাবিবরনী শোনা গেছে সেটা মনে করা যাচ্ছে না।এবার কলকাতা লিগের সুপার সিক্সের ম‍্যাচ…

radio with football commentary

ফের কলকাতা লিগে (CFL) শোনা যাবে রেডিও’র ধারাবিবরণী। শেষ কবে কলকাতা লিগের ধারাবিবরনী শোনা গেছে সেটা মনে করা যাচ্ছে না।এবার কলকাতা লিগের সুপার সিক্সের ম‍্যাচ সহ বেশ কিছু ম‍্যাচের ধারাবিবরনী শোনা যাবে রেডিওতে।

অবশ্য এই ধারাবিবরনী ফেরানোর পিছনে একটি আর্থিক অস্বচ্ছলতার বিষয় কাজ করছে। কারণ বর্তমানে কলকাতা লিগ দেখানোর জন্য কোনও চ‍্যানেল আগ্রহী নয়। লিগ দেখানো হচ্ছে ফেসবুক, ইউটিউবে। বাংলার ফুটবল সংস্থার তরফে চেষ্টা চালাচ্ছে অন্তত ডার্বি ম‍্যাচটা যাতে দেখানো যায়।

Advertisements

এবিষয়ে আইএফএ সচিব অনির্বান দত্ত জানিয়েছেন, কলকাতা লিগে রেডিও কমেন্ট্রি ফিরিয়ে আনা দারুণ একটা বিষয়, এই মুহূর্তে কলকাতা লিগ টিভিতে দেখানো হয় না৷ কারণ তার থেকে আর্থিক লাভ আসার সম্ভাবনা খুবই কম।ফেসবুক আর ইউটিউবে দেখালে প্রচুর লোকের মধ্যে বিষয়টা ছড়িয়ে দেওয়া যায়।