কলকাতার দলে ব্রাজিলের গোল মেশিন। আসন্ন কলকাতা ফুটবল লিগে (CFL) বড় দলের ডিফেন্সে চিড় ধরাতে পারেন তিনি। ভারতের মাটিতে বেশ কিছু ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নতুন মরসুমের আগে ব্রাজিলের ফুটবলার নিয়ে বহু জল্পনা শোনা গিয়েছে। যার বেশিরভাগটাই অবশ্য ইন্ডিয়ান সুপার লিগকে কেন্দ্র করে। তবে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইন্ডিয়ান সুপার লিগের কোনো দলে সই করেননি। সই করেছেন কলকাতার সার্ডান সমিতিতে।
আই লিগে ভালো খেলেছিলেন ডগলাস সন্থানা। ২০২১-২২ মরসুমে ট্রাউ প্রত্যাশা মতো খেলতে না পারলেও ডগলাস কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিলেন। একাধিক গোল করেছিলেন। কলকাতার ক্লাব কর্তারা সেটা লক্ষ্য করেছেন। আর তাই নতুন মরসুমের আগে দলে নেওয়া হল তাঁকে।