CFL: খিদিরপুরের হয়ে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে সুনীল ছেত্রীর ‘বন্ধু’

   কলকাতা ফুটবল লিগ (CFL) ২০২৩-২৪ মরসুমে ভাল ফল করেছিল খিদিরপুর। চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে ছিল দল। এবারেও খেতাব জয়ের দৌড়ে থাকতে চাইছে খিদিরপুর। দলের ফুটবলাররা যেমন…

cfl kidderpore fc coach Surojit Das waiting for big opportunity
  

কলকাতা ফুটবল লিগ (CFL) ২০২৩-২৪ মরসুমে ভাল ফল করেছিল খিদিরপুর। চ্যাম্পিয়নশিপে লড়াইয়ে ছিল দল। এবারেও খেতাব জয়ের দৌড়ে থাকতে চাইছে খিদিরপুর। দলের ফুটবলাররা যেমন নিজেদের প্রমাণ করতে চাইছেন, তেমনই নিজেকে প্রমাণ করতে মরীয়া তাদের হেড কোচ সুরজিৎ দাস (Surojit Das)।

বাঙালির ফুটবলারদের পাশাপাশি কলকাতা ফুটবল লিগে রয়েছেন একাধিক বাঙালি কোচ। সুরজিৎ তাঁদের মধ্যে অন্যতম। ৪০ বছর বয়সী এই বঙ্গ সন্তান এখন রয়েছেন বড় সুযোগের অপেক্ষায়। ফুটবলার হিসেবে শুরু করেছিলেন কেরিয়ার। এরপর কোচ হিসেবে একাধিক দলের দায়িত্ব সামলেছেন।

   

জালে বল জড়াতেই ছুটে এলেন Sony Norde

বাংলার বাইরে একাধিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সুরজিৎ দাস। এরিয়ানে থাকার সময় রঘু নন্দীকে পাশে পেয়েছিলেন। যুব, উঠতি প্রতিভাবান ফুটবলারদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন। এবারের খিদিরপুর দলেও তাঁর কোচিং দর্শনের প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে। সিনিয়পর ফুটবলারদের পাশাপাশি খিদিরপুরের এবারের সিএফএল স্কোয়াডে রয়েছেন এক ঝাঁক তরুণ ফুটবলার। কলকাতা ফুটবল লিগে দলকে ভাল পজিশনে নিয়ে যাওয়াই এখন তাঁর লক্ষ্য।

সুরজিৎ দাস ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রীর বন্ধু। দু’জনে ছিলেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের শিবিরে। মালয়েশিয়ার কুয়ালামপুরে আয়োজিত অনূর্ধ্ব ১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিল ভারত। সুনীল যেমন তাঁর কেরিয়ারে শৃঙ্খলা বজায় রেখেছিলেন, তেমনই সুরজিৎ তাঁর কোচিংয়ে মেনে চলেন গাইডলাইন।

CFL 2024: ফেডারেশনের এই উদ্যোগ চোখে পড়ার মতো

সুরজিৎ বলেছেন, “তৃণমূল স্তরেই কাজ করতে বেশি পছন্দ করি। কোচিং কেরিয়ারের শুরু থেকে যুব ফুটবলারদের নিয়ে কোচ হিসেবে কাজ করেছি। রাজস্থানে অনেকটা সময় কাটিয়েছিলাম। এখন কেউ কেউ সিনিয়র ফুটবল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, আই লিগ খেলছেন। ২০১৭ সালে জয়পুর রাজস্থান এফসির দায়িত্বে ছিলাম।”

রাজস্থান ছাড়াও ত্রিপুরা, মুম্বইয়ে কোচ হিসেবে কাজ করেছেন সুরজিৎ। কলকাতা ফুটবল লিগেও দলকে প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খিদিরপুরে আগেও কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন, ২০২২-এ ছিলেন এরিয়ানেই দায়িত্বে। চলতি মরসুমে খিদিরপুরের হয়ে ভাল ফলাফল করার পাশাপাশি আগামী দিনে বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ হওয়ার ইচ্ছা রয়েছে সুরজিৎ দাস-এর।