Asit Hembram : ধারাবাহিক পারফর্ম করে নজর কাড়ছেন কালীঘাটের অসিত

Asit Hembram

কলকাতার মাঠে বছর কয়েক আগে আবির্ভাব হয়েছিল অসিত হেমব্রমের। (Asit Hembram) শহরের বড় ক্লাবের যুব দলে খেলে ক্রমে উন্নত করেছেন নিজের ফুটবল স্কিল। চলতি কলকাতা ফুটবল লিগে (CFL) ধারাবাহিকভাবে ভালো খেলছেন এবং গোল করছেন অসিত।

আগস্টের শুরুতেই অসিত হেমব্রমকে দলে নেওয়ার কথা জানিয়েছিল কালীঘাট। এখন কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার বি ডিভিশনে খেলে কলকাতার নামকরা এই ক্লাব। নতুন দলের জার্সিতে ফুল ফোটাচ্ছেন অসিত। ইতিমধ্যে বেশ কিছু গোল করেছেন তিনি। গোলের পিছনে রেখেছেন অবদান।

   

মঙ্গলবার পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচে গোল করেছেন অসিত। ২-১ গোলে জিতেছে কালীঘাট। ২১ আগস্ট পুলিশের বিরুদ্ধে ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল কালীঘাট। অসিত গোল পেয়েছিলেন। ইস্টার্ন রেলওয়ের বিরুদ্ধে ম্যাচেও অসিত গোল করেছিলেন এবং দল জিতেছিল। পাঠচক্রের বিরুদ্ধে ৬ আগস্টের ম্যাচেও ফলাফল ছিল কালীঘাটের পক্ষে। গোলদাতাদের তালিকায় যথারীতি নাম তুলেছিলেন অসিত হেমব্রম।

কলকাতা বড় দলের সঙ্গে যুক্ত ছিলেন তরুণ বয়স থেকে। এটিকের যুব দল, ইস্টবেঙ্গলের যুব দলের সঙ্গে যুক্ত ছিলেন। ক্রমে তাঁর খেলা কলকাতার অন্যান্য ক্লাব কর্তাদের নজরে পড়তে শুরু করে। এখন রাজ্য ফুটবলে অসিত হেমব্রম মোটামুটি পরিচিত নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন