HomeSports NewsCFL: জয়ের ধারা অব্যাহত মশালবাহিনীর, কী বললেন বিনো জর্জ

CFL: জয়ের ধারা অব্যাহত মশালবাহিনীর, কী বললেন বিনো জর্জ

- Advertisement -

পরিবর্তিত সূচি অনুযায়ী রবিবার দুপুরে কলকাতা ফুটবল লিগের (CFL) ম্যাচ খেলতে নেমেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল পিয়ারলেস স্পোর্টস ক্লাব। নির্ধারিত সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করেছে ময়দানের এই প্রধান। মহম্মদ আশিক ও জেসিন টিকের গোলে এসেছে জয়। অপরদিকে ম্যাচের শেষ লগ্নে দমনভালং চাইনের গোলে ব্যবধান কমায় পিয়ারলেস।

   

এই জয়ের ফলে শক্তিশালী ভবানীপুর দলকে পিছনে ফেলে গ্ৰুপের শীর্ষে উঠে আসলো ইস্টবেঙ্গল। উল্লেখ্য, গত কয়েক ম্যাচ আগেই সুপার সিক্স নিশ্চিত করে ফেলেছিল ময়দানের এই প্রধান। বর্তমানে গ্ৰুপের বাকি ম্যাচ গুলি জিতে শীর্ষস্থান ধরে রেখেই চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামতে চায় মশাল ব্রিগেড।

তবে রেফারিং নিয়ে খুব একটা সন্তুষ্ট নন লাল-হলুদের জুনিয়র দলের কোচ বিনো জর্জ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ রেফারির সিদ্ধান্ত খেলার একটা অংশ। ম্যাচ চলাকালীন তাঁর সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হয়। রেফারির সিদ্ধান্ত নিয়ে আমাদের মতভেদ থাকলেও শেষ পর্যন্ত তাঁর সিদ্ধান্ত মেনে নিতে হয়।’

পাশাপাশি দলের সাফল্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমাদের দলের ফুটবলারদের চোট আঘাতের বেশকিছু সমস্যা ছিল। ধীরে ধীরে ফুটবলাররা মাঠে ফিরছে। আজ পিয়ারলেস আমাদের প্রতিপক্ষ ছিল। তাঁরা ও যথেষ্ট শক্তিশালী। অনেক তরুণ ফুটবলার ওদের দলে আছে‌। বর্তমানে পয়েন্ট টেবিলের চার থেকে পাঁচ নম্বরের মধ্যেই ঘোরা ফেরা করছে। আমরা নিজেদের ছন্দ বজায় রাখতে চাই। প্রত্যেকটি ম্যাচ ধরে এগোতে চাই।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular