CFL: টিভিতে সম্প্রচারিত হবে না ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ, দেখা যাবে বাগান ম্যাচ

প্রবল বর্ষণের ফলে গত শনিবার বাতিল হয়েছে ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ (CFL)। নির্ধারিত সময়ের পর আরো চল্লিশ মিনিট অপেক্ষা করা হলেও খেলা শুরু করা…

East Bengal CFL 2024

প্রবল বর্ষণের ফলে গত শনিবার বাতিল হয়েছে ইমামি ইস্টবেঙ্গল বনাম পিয়ারলেস ম্যাচ (CFL)। নির্ধারিত সময়ের পর আরো চল্লিশ মিনিট অপেক্ষা করা হলেও খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন রেফারি এবং ম্যাচ কমিশনারেট। তবে রবিবার দুপুর ১টা নাগাদ লাল-হলুদের ঘরের মাঠে আয়োজিত হবে এই ম্যাচ। শনিবার বিকেলে চিঠি প্রদান করে ঠিক এমনটাই জানানো হয়েছে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফে।

এখন এই ম্যাচের দিকেই নজর রয়েছে সকলের। হিসেব অনুযায়ী সুপার সিক্স নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। তবে এই ম্যাচ জিতলে গ্ৰুপের শীর্ষে চলে আসবে মশাল ব্রিগেড। অন্যদিকে, সুপার সিক্সে যাওয়ার জন্য এই ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ পিয়ারলেসের কাছে। তাই এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সকলে। তবে এই ম্যাচ সম্প্রচারিত হবে না টিভির পর্দায়। হ্যাঁ ঠিকই শুনেছেন।

এবারের কলকাতা ফুটবল লিগের সম্প্রচারিত মাধ্যম হিসেবে জি নেটওয়ার্ক থাকলেও আগত এই ম্যাচ দেখানো সম্ভব নয় তাঁদের পক্ষে। ঘন্টাখানেক আগে সোশ্যাল সাইটে ঠিক এমনটাই জানানো হয়েছে এই গনমাধ্যম। যা কিছুটা হলেও অবাক করেছে সকলকে। তবে সেই একই দিনেই ম্যাচ রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের। রবিবার দুপুরে মহামেডান স্পোর্টিং গ্ৰাউন্ডে তাঁরা খেলতে নামবে মেসার্স ক্লাবের বিপক্ষে।

Advertisements

এই ম্যাচের সরাসরি সম্প্রচারিত হবে টেলিভিশনে। যারফলে অনায়াসেই খেলা উপভোগ করতে পারবেন বাগান সমর্থকরা। কিন্তু কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা। তবে শোনা যাচ্ছে আগত ইস্টবেঙ্গল ম্যাচের সরাসরি সম্প্রচার হতে পারে ‘আইএফএ টিভি’ নামক ইউটিউব চ্যানেলে। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি।