CFL: টালিগঞ্জের বিপক্ষে বড় ব্যবধানে জয় লাল-হলুদের

জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের (CFL) অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচী অনুসারে আজ দুপুরে বারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদের ছোটরা।…

East Bengal Triumphs with Big Win Against Tollygunge

জয় দিয়ে কলকাতা ফুটবল লিগের (CFL) অভিযান শুরু করল ইমামি ইস্টবেঙ্গল। নির্ধারিত সূচী অনুসারে আজ দুপুরে বারাকপুর স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে খেলতে নেমেছিল লাল-হলুদের ছোটরা। নির্ধারিত সময়ের শেষে ৭-১ গোলের ব্যবধানে সেই ম্যাচ জিতে নিল দল। আজ জোড়া গোল করেন জেসিন টিকে।

এছাড়াও আজ গোল পান যথাক্রমে শ্যামল, আমন,সুব্রত, আনন্ধু এবং সায়ন। অপরদিকে, টালিগঞ্জের হয়ে একটি মাত্র গোল করেন সঞ্জয়। শুরুতেই দলের এই বড় ব্যবধানে জয় নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। এবার এই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য বিনো জর্জের ছেলেদের।

   

এটি এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ হলেও প্রথম থেকেই যথেষ্ট চাপ মুক্ত থেকেছে তন্ময়রা। প্রথম থেকেই দাপট থেকেছে লাল-হলুদের। ম্যাচের ঠিক ১২ মিনিটের মাথায় জোসেফের অনবদ্য থ্রো থেকে বল চলে আসে শ্যামল বেসড়ার কাছে। তারপর প্রতিপক্ষের ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে বল জালে জড়িয়ে যান তিনি। যারফলে, ১ গোলের ব্যবধানে এগিয়ে যায় দল।

তারপর থেকে যথেষ্ট রক্ষনাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে টালিগঞ্জ। তবে ৪৩ মিনিটের মাথায় উঠে আসা দূরপাল্লার শটে কার্যত পরাস্ত হতে হয় টালিগঞ্জ দলের গোলরক্ষক মিঠুন সামন্তকে‌। আমনের দৌলতে অনায়াসেই ব্যবধান বাড়িয়ে নেয় ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধ থেকে চাপ বাড়াতে শুরু করে টালিগঞ্জ।

৪৭ মিনিটের মাথায় লাল-হলুদের জালে বল জড়িয়ে সঞ্জয় শর্মা ব্যবধান কমালেও কাজের কাজ কিছুই হয়নি। তেরো মিনিটের মাথায় পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। এবার গোল করে যান জেসিন টিকে। তার কয়েক মিনিটের মাথায় উইং থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্সে ঢুকে পড়ে জেসিন। ফের গোল। তারপর থেকেই ছন্নছাড়া হয়ে পড়ে টালিগঞ্জ ফুটবল দল। সময় যতো এগিয়েছে ব্যবধান ততই বেড়েছে। অনবদ্য হেডে গোল করে যান সুব্রত মুর্মু। তারপর অনায়াসেই ব্যবধান বাড়িয়ে যান আনন্ধু ও সায়ন। আগামী ৭ই জুলাই এবার নিজেদের ঘরের মাঠে জর্জ টেলিগ্ৰাফের মুখোমুখি হবে মশাল ব্রিগেড।