CFL: জয় দিয়ে সুপার সিক্স শুরু করল ডায়মন্ড হারবার এফসি

শনিবার কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের (CFL Super Six) প্রথম ম্যাচে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি‌‌ (Diamond Harbour FC)। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল নিউ আলিপুর সুরুচি…

Diamond Harbour FC

শনিবার কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সের (CFL Super Six) প্রথম ম্যাচে নেমেছিল ডায়মন্ড হারবার এফসি‌‌ (Diamond Harbour FC)। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল নিউ আলিপুর সুরুচি সংঘ। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলের ব্যবধানে নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়ামে জয় নিশ্চিত করে কিবু ভিকুনার ছেলেরা। দলের হয়ে গোল করেন যথাক্রমে উইলিয়াম লালগৌলিয়ান এবং রাহুল কুমার পাসওয়ান। এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের।

ম্যাচের শুরু থেকেই যথেষ্ট সক্রিয় থাকতে দেখা গিয়েছিল রাজু গাইকোয়াডদের। তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে থাকে সুরুচি দল। এসবের মাঝেই ম্যাচের ১৯ মিনিটের মাথায় নিজেদের প্রথম গোল তুলে নেয় ডায়মন্ড হারবার। প্রতিপক্ষ গোলরক্ষকের ভুল পাসের সুযোগ নেন রাহুল পাসওয়ান। তারপর সেই বল ব্যাক মাইনাস করে উইলিয়ামের দিকে এগিয়ে দেন তিনি। এরপর দূরপাল্লার শটে গোল করে যান উইলিয়াম। যারফলে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি।

   

তারপর কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল সুরুচি দল। কিন্তু তবুও প্রতি আক্রমণে উঠে আসতে থাকেন ফুটবলাররা। কিন্তু সেই সুযোগ খুব একটা কার্যকরী হয়নি। প্রথম গোলের চার মিনিটের মাথায় দ্বিতীয় গোল তুলে নেয় ডায়মন্ড হারবার। এবার গোল পেলেন রাহুল। মুহাম্মদ সানুথের ভাসানো বল থেকে হেডে গোল করে যান তিনি। প্রথমার্ধের শেষে দুই গোলের ব্যবধানেই এগিয়ে থাকে কিবু ভিকুনার ছেলেরা। দ্বিতীয়ার্ধে উভয় দলের তরফে একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি।

শেষ পর্যন্ত এই দুই গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ডায়মন্ড হারবার এফসি। আগামী ১৮ই সেপ্টেম্বর শক্তিশালী ভবানীপুর ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নামবে গিরিক খোসলা’রা।