আসন্ন কলকাতা লিগে (CFL) জর্জ টেলিগ্রাফের হয়ে খেলেতে দেখা যাবে আর্জেন্টিনার এ্যাটাকিং মিডফিল্ডার মাতিয়াস ভেরন’কে। ২৮ বছর বয়সী এই মাঝমাঠের ফুটবলার’কে শেষ খেলতে দেখা গেছে মুথুট এফএ। আর্জেন্টিনার Tiro Federal de Morteros ক্লাবে সিনিয়র দলে কেরিয়ার শুরু করলেও দলের হয়ে একটাও ম্যাচ খেলার সুযোগ পাননি।
Advertisements
এরপর ২০১৬ সালে তিনি যান Libertad – এ।সেখানে এক বছরে ১৫ ম্যাচ খেলে ৯ গোল করেছিলেন তিনি। এরপর ২০১৭ তে যান Club Juventud Unida Rio Cuarto – এ, সেখানে ২০২০ অবধি খেলে করেছিলেন ২০ টা গোল।
Advertisements
এরপর তিনি আসেন ভারতে, আইজল এফসি’তে।২০২০ তে ৯ ই ফেব্রুয়ারি ক্লাবের হয়ে প্রথম গোলটি করেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে।জর্জে আসার আগে তিনি খেলছিলেন Muthoot FA’তে।