CFL: টালিগঞ্জ অগ্রগামীর হয়ে লিগ মাতাবেন ক্রোমা

আসন্ন মরশুমে দল গঠনের ক্ষেত্রে দারুণ চমক দিল টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge agragami)। সূত্রের খব‍র অনুযায়ী তারা দলে নিয়েছেন লাইবেরিয়ায় স্ট্রাইকার ময়দানের পরিচিত মুখ Ansumana Kromah।…

Ansumana Kromah

আসন্ন মরশুমে দল গঠনের ক্ষেত্রে দারুণ চমক দিল টালিগঞ্জ অগ্রগামী (Tollygunge agragami)। সূত্রের খব‍র অনুযায়ী তারা দলে নিয়েছেন লাইবেরিয়ায় স্ট্রাইকার ময়দানের পরিচিত মুখ Ansumana Kromah।

২০১৬-১৭ মরশুমে পিয়ারলেসের হয়ে কলকাতা ফুটবল লিগে অভিষেক করেন ক্রোমা।পরবর্তী সময়ে চার্চিল ব্রাদার্সের হয়ে আইলিগে খেলেন।এরপর মোহনবাগান হয়ে ইস্টবেঙ্গলে।২০২০ সালে ফের আরেকবার লাল হলুদে আসেন তিনি।

Advertisements

২০১৯-২০ মরশুমে আইলিগের দ্বিতীয় ডিভিশনে ক্রোমা ভবানীপুরের হয়ে খেলেছিলেন।শেষ খেলছিলেন নেপালের থ্রি স্টার ক্লাবে। তার সাথে স্বল্প নাকি দীর্ঘ মেয়াদী চুক্তি করা হয়েছে কলকাতার ক্লাবের তরফে, সেটা এখনও স্পষ্ট নয়।
অত‍্যন্ত গরিব পরিবারের ছেলে ক্রোমা, ছোটো থেকেই ফুটবল খেলে স‌ংসার চালান ।তারা সাত ভাই এবং এক বোন। ফেসবুকের মাধ‍্যমে আলাপ হয় ক্রোমার পুজা দত্তের সাথে। তাকে নিজের লাকি চার্ম মনে করেন ক্রোমা,কারণ পুজার সাথে আলপা হওয়ার দিন দশেক পর মোহনবাগানে খেলার প্রস্তাব পান তিনি। পরবর্তী সময়ে পুজাকে’ই বিয়ে করেন।