নৈহাটিতে হাইভোল্টেজ লড়াইয়ে জয়ের খোঁজে মশাল ব্রিগেড, ম্যাচের আগে চিন্তায় বিনো

নৈহাটির মাঠে ফের নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। কলকাতা লিগ ২০২৫ (CFL 2025) দারুণ সূচনার পর, এবার টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বিনো জর্জের…

East Bengal starts CFL 2025 Campaign with dominant 7-1 win over Measurers Club

নৈহাটির মাঠে ফের নামছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। কলকাতা লিগ ২০২৫ (CFL 2025) দারুণ সূচনার পর, এবার টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে বিনো জর্জের ছেলেরা (Bino George)। শুক্রবার সন্ধ্যায় প্রতিপক্ষ সুরুচি সংঘ (Suruchi Sangha)। তারা নিজেরাও প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়েছে। ফলে লড়াই যে জমাট হবে, তা নিয়ে কোনও সংশয় নেই।

   

প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-হলুদ শিবির। দুই গোল করেছেন জেসিন টিকে। তালিকায় নাম তুলেছেন মানতোষ মাজি, সায়ন বন্দ্যোপাধ্যায়, ভানলালপেকা গুইতে, তন্ময় দাস ও সুমন দে-ও। অন্যদিকে, সুরুচি সংঘ ৪-০ গোলে হারিয়েছে কালীঘাট মিলন সংঘকে। গোল পেয়েছেন সাব্বার সোরভ, সি হাওকিপ, এস. জে. কম ও বাবলু ওঁরাও। অর্থাৎ, দুই দলের আক্রমণভাগই ছন্দে রয়েছে।

তবে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ ম্যাচের আগে বেশ কিছুটা চিন্তিত। মানতোষ মাজি সম্পূর্ণ ফিট নন, অনুশীলনেও নামেননি। আর জেসিন টিকে গোড়ালির চোট পিছু ছাড়ছে না। হালকা প্র্যাকটিসের পরই তাঁকে পাঠানো হয়েছিল রিহ্যাবে। ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মেডিক্যাল টিম। প্রয়োজন হলে নবাগত অ্যান্ড্রুজকে নামানোর ভাবনা কোচের। তিনি আগেই ডেভেলপমেন্ট লিগে নজর কেড়েছেন।

ম্যাচপূর্ব এক সাক্ষাৎকারে বিনো বলেন, “দলে কিছু সমস্যা রয়েছে, তবে আমরা আশাবাদী। আমাদের মিডফিল্ড যথেষ্ট শক্তিশালী। তন্ময়-নাসিবের কম্বিনেশন আমাদের মূল শক্তি। সময় মতো গোল পেলে ছেলেরা আরও আত্মবিশ্বাসী হবে। তবে গোল না এলে চাপ বাড়ে। তাই শুরু থেকেই গেম কন্ট্রোল করাই লক্ষ্য।”

Advertisements

এই ম্যাচে ইস্টবেঙ্গলের মিডফিল্ডই হতে পারে টার্নিং পয়েন্ট। তন্ময়, গুইতে ও নাসিবের মাধ্যমে মাঝমাঠে দখল রাখতে চাইছেন বিনো। সাইড উইংয়ে সায়ন ও আমনকে দৌড় করিয়ে বিপক্ষের রক্ষণ ভাঙার পরিকল্পনা। উইথড্রন ফরোয়ার্ড হিসেবে আজাদকে তৈরি করা হচ্ছে, তবে তাঁর বেশি বল ধরে রাখার প্রবণতা কিছুটা সমস্যা তৈরি করছে।

অন্যদিকে, সুরুচি সংঘ নিজেদের প্রথম ম্যাচে চোখে পড়ার মতো খেলেছে। কোচ রঞ্জন ভট্টাচার্যর দল রক্ষণে শক্তিশালী, আক্রমণে গতিময়। বাবলু ওঁরাও, সাব্বার সোরভরা ছন্দে। কোচ রঞ্জন বলেন, “ইস্টবেঙ্গলকে ভয় পাওয়ার কিছু নেই। আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। সুযোগ পেলে ছাড়ব না।”

সুতরাং, শুক্রবার বিকেলের ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। ইস্টবেঙ্গল সমর্থকরা আগের ম্যাচে যেভাবে উপস্থিত ছিলেন, এবারও আরও বেশি সমর্থক মাঠে আশা করা হচ্ছে। বিনো জর্জ বলেন, “ভক্তদের ভালোবাসা ছেলেদের বাড়তি অনুপ্রেরণা দেয়। আগের ম্যাচে ওরা যেভাবে দলকে সমর্থন করেছে, সেটাই দলের জন্য বড় শক্তি।”

East Bengal FC look to continue their winning run against Suruchi Sangha in CFL 2025