শহর কলকাতার ক্রীড়াপ্রেমীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে আগামী ২৩ নভেম্বর। কারণ, ওই দিনই অনুষ্ঠিত হতে চলেছে প্রথম ‘কলকাতা জিএসটি ম্যারাথন’ (Kolkata GST Marathon)। আয়োজক সংস্থা হল সেন্ট্রাল এক্সসাইজ অ্যাথলেটিক ক্লাব (Central Excise Athletic Club)।
২৫ আগস্ট, ময়দানের ক্লাব তাঁবুতে আয়োজিত অনুষ্ঠানে ম্যারাথনের জন্য নির্মিত ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি তথা সিজিএসটির (পূর্বাঞ্চল) চিফ কমিশনার শরণ কুমার, ক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, ডিজি রাজেন্দ্র সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই প্রথমবার সেন্ট্রাল এক্সসাইজ অ্যাথলেটিক ক্লাব এই ধরনের ম্যারাথনের আয়োজন করতে চলেছে, যা আয়োজকদের কাছে এক বিশেষ মুহূর্ত। ক্লাবের সভাপতি শরণ কুমার বলেন, “এই ম্যারাথন শুধুমাত্র দৌড় প্রতিযোগিতা নয়, এটি একটি সামাজিক বন্ধনের উৎসব হতে চলেছে। আমরা প্রত্যাশা করছি প্রায় ২০০০ থেকে ৩০০০ প্রতিযোগী ম্যারাথনে অংশগ্রহণ করবেন। এটা মেগা ইভেন্ট হতে চলেছে।”
কলকাতা জিএসটি ম্যারাথনে মোট দুটি বিভাগ রাখা হয়েছে, ১০ কিলোমিটার এবং ৪ কিলোমিটারের “ফান রান”। দুটি বিভাগেই নারী ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করতে পারবেন, কোনও বয়সসীমা নেই। ১০ কিলোমিটারের দৌড় শুরু হবে সল্টলেক সেক্টর ফাইভের Godrej Waterside Building সামনে থেকে, সেখান থেকে নিউটাউনের বিশ্ব বাংলা গেট হয়ে আবার একই স্থানে ফিরে এসে শেষ হবে। ম্যারাথন শুরু হবে সকাল ৬টা ৩০ মিনিটে।
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো পথ জুড়েই থাকবে জল ও চিকিৎসা সহায়তা কেন্দ্র। সব ধরনের কারিগরি সহায়তা দেবে অরাক্রাফ্ট কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড (Auracraft Construction Pvt. Ltd.)।
প্রতিযোগীরা ম্যারাথনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নথিভুক্ত করতে পারবেন। ১০ কিলোমিটারের জন্য রেজিস্ট্রেশন মূল্য ধার্য করা হয়েছে ১২০০ টাকা এবং ৪ কিলোমিটারের জন্য ৭৫০ টাকা। প্রথম পাঁচজন বিজয়ী (নারী ও পুরুষ উভয় বিভাগে) পাবেন নগদ পুরস্কার এবং ট্রফি। মোট পুরস্কার মূল্য তিন লক্ষ টাকা। ফান রান বিভাগে প্রথম তিনজনের জন্য রয়েছে বিশেষ ট্রফি।
ক্লাবের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন ফুটবলার সৌমিত্র চক্রবর্তী জানিয়েছেন, “আমরা চেষ্টা করছি যাতে কোনও প্রখ্যাত ফুটবলার বা বলিউডের কোনও সুপারস্টার এই ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থাকেন। এতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছি।”
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সেন্ট্রাল এক্সসাইজ অ্যাথলেটিক ক্লাব দীর্ঘদিন ধরেই ক্রীড়া ও সাংস্কৃতিক জগতে সক্রিয়। ক্রিকেট, ফুটবল থেকে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। একাধিক সফল ইভেন্টের আয়োজন করেছে ক্লাব। এবারের ম্যারাথন তাদের সেই সাফল্যের আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন।