চলতি মরশুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (Mohun Bagan)। সেই আনন্দের নেশা এখনো কাটেনি শহরের সমর্থকদের। বিভিন্ন প্রান্তে এখনো চলছে উৎসব। তবে সেই ট্রফি জয়ের আনন্দে গা ভাসাতে নারাজ এটিকে মোহনবাগান। সুপার কাপ জেতার লক্ষ্য নিয়ে বর্তমানে দল কেরালায় উড়ে গেলেও এখন থেকেই আগামী মরশুমের জন্য দল গোছানো শুরু করে দিয়েছে এবারের এই চ্যাম্পিয়ন।
এক্ষেত্রে দলের বেশকিছু পরিবর্তনের পাশাপাশি সঠিক ফরোয়ার্ড তারকা খুঁজে বের করাই অন্যতম চ্যালেঞ্জ তাদের কাছে। এক্ষেত্রে বিগত কয়েকদিন ধরেই উঠে আসছে অস্ট্রেলিয়ান লিগ খেলা জেসন স্টিফেন কামিন্সের নাম (Jason Cummings,)। যিনি বর্তমানে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলছেন। এমনকি বেশ কিছু বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে ও সকলের নজর কাড়ছেন ২৭ বছর বয়সী এই তারকা।
সেই নিয়েই এবার মুখ খুললেন তার বর্তমান দল অর্থাৎ সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের মালিক পেলি। কামিন্সের দল ছাড়ার বিষয়ে তিনি বলেন, যদি ও দল ছেড়ে যেতে চায় তাহলে আমি কিছুটা অবাক ই হব। কারন এটা ভারত। কামিন্স কে নিতে গেলে ওদের বিরাট বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে এটিকে মোহনবাগান কে। তবে শেষ পর্যন্ত ওর যাওয়ার ইচ্ছে থাকলে, আমরা কোনো বাঁধা হয়ে দাঁড়াবো না। যদিও এই নিয়ে এই লড়াকু ফরোয়ার্ডের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
Central Coast Mariners Owner Peli on Jason Cummings
"If he does go I’d be surprised if it was India – it would have to be a big money offer. Ultimately, though, if he wants to go we won’t stand on his way. https://t.co/YK8WhoUW7r
— IFTWC – Indian Football (@IFTWC) April 11, 2023
তবে বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে এই অজি ফরোয়ার্ডের সঙ্গে নাকি অনেকদূর কথা এগিয়ে নিয়েছে এটিকে ম্যানেজমেন্ট। তবে এখনো পর্যন্ত আর্থিক বিষয়ে কিছু জানানো হয়নি। তবে শোনা যাচ্ছে, এই জেসন কে নেওয়ার জন্য নাকি অল আউট ঝাঁপাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।
#CentralCoastMariners #Jason Cummings #MohunBagan #Football #Owner #TransferRumors