Mohun Bagan: হায়দরাবাদ দলের বিপক্ষে যথেষ্ট সাবধানী হাবাস, কী বললেন?

Antonio Lopez Habas

পড়শী ক্লাব ইমামি ইস্টবেঙ্গল দলের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেই আইএসএলের প্রথম লেগ শুরু করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস দল। যা নিয়ে খুব একটা খুশি নয় দলের সমর্থকরা। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া এই ফুটবল দল। আগামীকাল নিজেদের ঘরের মাঠে তাদের খেলতে হবে হায়দরাবাদ এফসির বিপক্ষে।

Advertisements

এই ম্যাচ জিততে পারলেই পয়েন্ট তালিকায় কিছুটা উপরে চলে আসবে এই প্রধান। যা পরবর্তীতে বাড়তি অক্সিজেন জোগাবে গোটা দলকে। এরপর তাদের খেলতে হবে মানালো মার্কেজের এফসি গোয়ার বিপক্ষে। সেই ম্যাচ জিতলেই পুরোনো ছন্দে ফিরে আসবে সবুজ-মেরুন।

তাই হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় মেরিনার্সরা। সেইমতো গত কয়েকদিন দলকে নিয়ে কঠোর অনুশীলনে দেখা যায় দলের বর্তমান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। তবে এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা কিন্তু বলাই চলে। আসলে, এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে দলের একাধিক ফুটবলারদের রিলিজ করলেও এখনো যথেষ্ট শক্তিশালী রয়েছে একবারের আইএসএল জয়ী এই ফুটবল দল। তাই লড়াইটা যে আগের মতোই কঠিন তা মানছেন হাবাস।

Advertisements

তিনি বলেন, আগের তুলনায় এবারের হায়দরাবাদ দলের মধ্যে একাধিক তরুণ ফুটবলার রয়েছে‌। তারা যেকোনো সময়ে ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে। তাছাড়া এবার কোনো দলকেই সহজ করে দেখা উচিত হবে না। তবে আমাদের দলের ছেলেরা নিজেদের সবটা দিয়ে লড়াই করতে প্রস্তুত।