HomeSports Newsদায়িত্ব ছাড়ার পর ইস্টবেঙ্গল প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত

দায়িত্ব ছাড়ার পর ইস্টবেঙ্গল প্রসঙ্গে ‘বিস্ফোরক’ কুয়াদ্রাত

- Advertisement -

দিনকয়েক আগেই ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। বর্তমানে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্ৰহন করেছেন বিনো জর্জ। পূর্বে স্টিফেন কনস্টানটাইনের পর এই স্প্যানিশ কোচের হাতে তুলে দেওয়া হয়েছিল ময়দানের এই প্রধানের দায়িত্ব। তারপর থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল ইস্টবেঙ্গল। সেবার ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও দলের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। পরবর্তীতে এই কোচের হাত ধরেই কলিঙ্গ সুপার কাপ জয় করেছিল ময়দানের এই প্রধান।

   

প্রায় এক যুগ পর জাতীয় স্তরের কোনও ট্রফি এসেছিল ক্লাবে। কিন্তু আইএসএলে সেভাবে প্রভাব ফেলতে সক্ষম হয়নি ইস্টবেঙ্গল। তবুও নতুন সিজনে ভালো পারফরম্যান্স করার আশায় তাঁর দিকেই তাকিয়ে ছিল সকলে। কিন্তু সেটা সুখকর হলনা। এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগে ও বর্তমানে তথৈবচ অবস্থা এই ফুটবল ক্লাবের। পরাজিত হতে হয়েছে টানা তিনটি ম্যাচ। এই পরিস্থিতিতে ধৈর্য্যের বাঁধ ভাঙতে শুরু করেছিল সমর্থকদের। সেটা ভালো মতোই বুঝতে পেরেছিলেন এই স্প্যানিশ ম্যাজিশিয়ান।

তাই আর বেশি দেরী করেননি তিনি। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বসেন এই কোচ। যা কিছুটা হলেও হতাশ করে লাল-হলুদ ম্যানেজমেন্টকে। তারপর থেকে সেভাবে উঠে আসেনি তাঁর বক্তব্য। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে নিজের সোশ্যাল সাইটে ইস্টবেঙ্গল প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেন কুয়াদ্রাত। তিনি লেখেন, ” ধন্যবাদ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে আমরা একসাথে অনেক মুহূর্ত কাটিয়েছি। সোনালী অতীত সঙ্গে নিয়ে এত বড় ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মান ও গর্বের বিষয়। প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে এত ইতিহাস সহ একটি ক্লাবের প্রতিনিধিত্ব করার অর্থ কী।”

আরও বলেন, ” অনেক সমর্থক রয়েছে এই ক্লাবের । আমি মনে থেকে সকলের জন্য ভবিষ্যতে অনেক সাফল্য এবং আনন্দ কামনা করি। এই গত দেড় বছরে করা প্রচেষ্টার জন্য আমি ইমামি, ব্যবস্থাপনা, স্টাফ এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি ভারতীয় ফুটবলের প্রতি কৃতজ্ঞ আমাদের ২টি বিজয়ী নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আমি চাই আমার প্রাক্তন দুই ক্লাব তথা বেঙ্গালুরু এফসি এবং ইমামি ইস্টবেঙ্গল এবার ও সাফল্য পাক। জয় ইস্টবেঙ্গল।”

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular