সুপার কাপ জয়ের স্মৃতি উস্কে দিলেন কুয়াদ্রাত

বিগত কয়েক বছর ধরেই ধরাশায়ী অবস্থা ছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। একাধিক ডার্বি ম্যাচ পরাজিত হওয়ার পর পাশাপাশি দেখা দিয়েছিল ট্রফির খরা। সেই নিয়ে যথেষ্ট…

east Bengal Coach Carles Cuadrat

বিগত কয়েক বছর ধরেই ধরাশায়ী অবস্থা ছিল ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। একাধিক ডার্বি ম্যাচ পরাজিত হওয়ার পর পাশাপাশি দেখা দিয়েছিল ট্রফির খরা। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব নিয়েছিলেন স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat)। তাঁর হাত ধরেই সুদিন ফেরানোর লক্ষ্য ছিল ময়দানের এই প্রধানের। তাঁর পছন্দ অনুযায়ী একাধিক ফুটবলারদের দলে টেনেছিল ম্যানেজমেন্ট। তারপর মরসুমের শুরু থেকেই দেখা গিয়েছিল লাল-হলুদের দাপট। ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না এলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের।

পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে ময়দানের এই প্রধানের পারফরম্যান্স তাক লাগিয়ে দিয়েছিল সকলকে। বিশেষ করে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির বিপক্ষে পিছিয়ে থেকেও যেভাবে জয় ছিনিয়ে নিয়েছিল নন্দকুমার সেকার থেকে শুরু করে ক্লেটন সিলভারা। তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য ছিল সকলের কাছে। বলাবাহুল্য, হাইপ্রোফাইল কোচের তত্ত্বাবধানেই ১২ বছরের অপেক্ষার পর জাতীয় স্তরের কোনও ট্রফি ঘরে তোলে ইস্টবেঙ্গল। এক কথায় যেন শাপ মুক্তি। সেই খেতাব জয়ের সুবাদেই এবছর এএফসির টুর্নামেন্ট খেলার ছাড়পত্র পেয়েছে মশাল ব্রিগেড।

   

দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় একটা বছর। আজকের দিনেই কলিঙ্গের বুকে সুপার কাপ জয় করেছিল লেসলি ক্লডিয়াস সরণির এই ফুটবল ক্লাব। এবার সেই স্মৃতি উস্কে দিলেন লাল-হলুদের প্রাক্তন কোচ কার্লেস কুয়াদ্রাত। ঘন্টা কয়েক আগেই নিজের সোশ্যাল সাইটে ইমামি ইস্টবেঙ্গলের সেই গৌরবময় মুহূর্তের বেশ কিছু ছবির পাশাপাশি সেই ম্যাচের বেশ কিছু ভিডিও আপলোড করেন তিনি। চলতি আইএসএলের শুরুতে ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা রাখলেও যথেষ্ট হতাশাজনক পারফরম্যান্স করে এসেছে দল। ইন্ডিয়ান সুপার লিগে পরাজিত হতে হয়েছিল টানা ছয়টি ম্যাচ।

এমন পরিস্থিতিতে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এই স্প্যানিশ কোচ। তবুও দলের এমন অভূতপূর্ব সাফল্যের কথা ভোলেননি কুয়াদ্রাত। নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ” এক বছর আগে আমি আমার জীবনের অন্যতম সেরা মুহুর্তের সম্মুখীন ছিলাম। আমি ইতিমধ্যেই বেঙ্গালুরু এফসির সাথে সুপারকাপ জিতেছি। কিন্তু ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক একটি ক্লাবের প্রধান কোচ হিসেবে এটি অর্জন করা বিরাট গৌরবের। যাদের বিশাল ফ্যান বেস রয়েছে। পাশাপাশি ১২ বছরের খরার পরে কোনও ট্রফি জেতা বিরাট সুখের বিষয়। বর্তমানে কলকাতা শহরে আমি যে সমস্ত ভক্ত এবং বন্ধুদের রেখে এসেছি তাঁদের থেকে আমি যে ভালোবাসা পেয়েছি তাঁর জন্য সকলকে অনেক ধন্যবাদ।”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Carles Cuadrat (@carlescuadratofficial)

এমনকি ট্রফি জয় করার পর বিমানবন্দর থেকে সমর্থকরা যেভাবে পাশে থেকে ছিল দলকে ভালোবেসে ছিল সেই কথা উল্লেখ করতে ভোলেননি কুয়াদ্রাত সেই প্রসঙ্গে তিনি বলেন, ” যখন আমরা ট্রফি নিয়ে ফিরেছি। গাড়ি ও বাইক নিয়ে বহু সমর্থক আমাদের সঙ্গ দিয়েছিল। যা কখনও ভোলার নয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ।”