Subhasish Bose: এএফসি কাপ জয়ের ভাবনা সম্পর্কে ‘বিস্ফোরক’ বাগান-তারকা

Subhasish Bose

গতকাল ওডিশার কলিঙ্গ স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কাতারের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। তবে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি সুনীলদের পক্ষে। নির্ধারিত সময়ের শেষে ৩-০ গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় মাশালদের কাতার। যা দেখে প্রচন্ড হতাশ সকলেই।

উল্লেখ্য, গত বছর থেকেই নিজেদের দেশের মাটিতে অপরাজিত ছিল ব্লু টাইগার্স। আন ব্রিটেন ভাবেই এবছর ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সব ক্ষেত্রেই দাপট দেখিয়েছিল ইগর স্টিমাচের ছেলেরা। তবে এবার আর বজায় রাখা সম্ভব হলনা সেই ধারা। তবে সেই ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছিল ব্লু টাইগার্স। কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি তাদের পক্ষে।

   

না হলে অনায়াসেই সমতার ফিরে যেতে পারত মহেশরা। উল্লেখ্য, প্রতিপক্ষের আক্রমণে ম্যাচের দ্বিতীয়ার্ধে একাধিকবার গোলের সুযোগ পেয়েছিল মাঝমাঠের দুই দাপুটে ফুটবলার তথা সাহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপা। এছাড়াও দলের গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুল সিদ্ধান্তের দরুণ ব্যাবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পায় কাতার। তবে এসব এখন অতীত। ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য ভারতীয় ফুটবল দলের। তবে আলাদা করে সকলের নজর কেড়েছেন বাঙালি লেফটব্যাক শুভাশিস বসু। কাতার ম্যাচ হাতছাড়া হলেও এবার সেই থেকে শিক্ষা নিয়ে এএফসি কাপে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য বাগান অধিনায়কের।

একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমরা অনেক সুযোগ তৈরি করার চেষ্টা করেছিলাম। তবে শেষ পর্যন্ত ফিনিশ করা সম্ভব হয়নি। তবে নিজের ভুলত্রুটি শুধরে এখন এএফসি কাপের লড়াইয়ে মনোযোগ দিতে চাই। দলের জন্য নিজের সেরাটা দিয়ে এএফসি কাপ নিশ্চিত করতে চাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন