অধিনায়কের হ্যাটট্রিকে জয় দিয়ে এশিয়া কাপে অভিযান শুরু ভারতের

এশিয়া কাপ ২০২৫ (Hockey Asia Cup 2025) নিজেদের অভিযান শুরু করল ভারতীয় হকি দল (India)। কিন্তু প্রত্যাশিত সহজ জয় নয়, বরং চিনের (China) বিরুদ্ধে কার্যত…

Captain Harmanpreet Singh Bags Hattrick helps India Clinch Dramatic Win against China in Hockey Asia Cup 2025

এশিয়া কাপ ২০২৫ (Hockey Asia Cup 2025) নিজেদের অভিযান শুরু করল ভারতীয় হকি দল (India)। কিন্তু প্রত্যাশিত সহজ জয় নয়, বরং চিনের (China) বিরুদ্ধে কার্যত রক্ত জল করা এক লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জিতল হরমনপ্রীতরা (Harmanpreet Singh)। অধিনায়ক নিজেই করলেন হ্যাটট্রিক। গোল পেলেন যুগরাজ সিংও। তবে রক্ষণে একাধিক ভুল ভারতের জন্য বড় প্রশ্ন তুলে দিল এই ম্যাচে।

আড়াই কোটিতে বিক্রি কিংবদন্তি ক্রিকেটারের টুপি, স্থান পেল জাদুঘরে

   

খেলার শুরুতেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতকে। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে বসে ভারত, কিন্তু চিনের রেফারেল এবং আম্পায়ারের সিদ্ধান্তে সেই গোল বাতিল হয়। এরপর ১২ মিনিটে ভারতের রক্ষণে ফাঁক পেয়ে পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে যায় চিন। ডু শিহাওয়ের স্টিকে ম্যাচে ১-০ লিড নেয় তাঁরা।

कप्तान के हैट्रिक से एशिया कप में जीत के साथ भारत की दमदार शुरुआत

দ্বিতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় ভারত, ১৮ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত মাঠের বাইরে থাকার সময় পেনাল্টি কর্নার থেকে গোল করেন যুগরাজ সিং। এরপর এক মিনিটের মধ্যেই ফিরে এসে নিজেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন হরমনপ্রীত।

তৃতীয় কোয়ার্টারের শুরুতেই আবারও গোল করেন হরমনপ্রীত, যা ম্যাচে তাঁর দ্বিতীয় গোল। তখন মনে হচ্ছিল ভারত সহজেই ম্যাচ জিতে নেবে। কিন্তু চিন হাল ছাড়েনি। প্রথমে চেন বেনহাইয়ের গোলে ব্যবধান কমে দাঁড়ায় ৩-২। এরপর আরেকটি পেনাল্টি কর্নার থেকে চিন ফের গোল করে সমতা ফিরিয়ে দেয় (৩-৩)। এই সময় একটি পেনাল্টি স্ট্রোক পেয়েও তা কাজে লাগাতে পারেননি হরমনপ্রীত, বল পোস্টে লেগে বাইরে চলে যায়।

‘হকি জাদুকরে’র জন্মজয়ন্তীতে পালিত জাতীয় ক্রীড়া দিবস, বার্তা প্রধানমন্ত্রীর

Advertisements

শেষ কোয়ার্টারের শুরুতেই ফের হরমনপ্রীতের স্টিকে গোল, হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন অধিনায়ক। স্কোরলাইন দাঁড়াল ৪-৩। এরপর ভারতের কোচ ক্রেগ ফুলটন রক্ষণে জোর দেন। যদিও ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে জারমনপ্রীত সিংহ হলুদ কার্ড দেখে পাঁচ মিনিটের জন্য মাঠের বাইরে চলে যান। চিন এই সময়ে একাধিক আক্রমণ চালালেও গোল করতে ব্যর্থ হয়। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৩ ব্যবধানে জয় পায় ভারত।

ম্যাচে মোট সাতটি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। ওপেন প্লে থেকে কোনও দলই গোল করতে পারেনি। ভারতের আক্রমণ যেখানে ধারালো, সেখানে রক্ষণভাগ বেশ কয়েকবার ভুল করেছে। চিনের বিরুদ্ধে বারবার সেই ভুল ধরা পড়েছে। সামনের ম্যাচে, বিশেষ করে জাপানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে, এই ভুল বিপদ ডেকে আনতে পারে।

এশিয়া কাপের আগে মাথায় হাত ভারতের, অবসর বিশ্বজয়ী বোলারের

এই জয়ের মাধ্যমে এশিয়া কাপ ২০২৫ শুভ সূচনা করল ভারত। এই টুর্নামেন্টে জয়ী দল সরাসরি যোগ্যতা অর্জন করবে FIH হকি বিশ্বকাপে। তাই হরমনপ্রীতদের সামনে শুধু এশিয়া কাপ জয় নয়, বরং বিশ্বকাপের টিকিট পাওয়ার লক্ষ্যও স্পষ্ট।

Captain Harmanpreet Singh Bags Hattrick helps India Clinch Dramatic Win against China in Hockey Asia Cup 2025