HomeSports Newsপুরো দল তৈরি না-হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না East Bengal কেমন খেলবে:...

পুরো দল তৈরি না-হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না East Bengal কেমন খেলবে: নবি

- Advertisement -

গত দু’বছর আইএসএলে নিজেদের সেরা পারফরমেন্স মিলে ধরতে পারিনি ইস্টবেঙ্গল (East Bengal)। এবার ভারতের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইনকে নিয়োগ করেছে দলের কোচ হিসেবে। সমর্থকরা কিছুটা আশাবাদী এবার দল ভালো খেলবে বলে।

আইএসএলে বা ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল কতটা ভালো খেলবে তা নিয়ে অবশ্য প্রাক্তন ফুটবলার রহিম নবি এখনও নিশ্চিত নন এই বিষয়ে। ইস্টবেঙ্গল এবার কেমন পারফরম্যান্স করবে এই বিষয়ে প্রশ্ন করা হলে নবী বলেন, ‘সবেমাত্র ১৪-১৫জন ফুটবল নিয়ে প্র্যাকটিস শুরু করেছেন।এখনও পুরো দল হাতে পাননি স্টিফেন । তাই এক্ষুনি বলা যাচ্ছে না ইস্টবেঙ্গল দলটা কেমন হবে বা কেমন খেলবে।

   

তবে এই কোচকে নিয়ে আমি আশাবাদী। কারণ পুরো সিজন খেলার জন্য ফুটবলারদের ফিট করে দেবেন স্টিফেন । আমি আশাবাদী যে দল তৈরি করে দেবেন তিনি।’ ভালো দল তৈরি করতে গেলে ভালো মানের বিদেশি চয়ন দরকার। এটা জানেন নবি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ যেমন মসলা আছে, তেমনি বিরিয়ানি হবে। কোচ বিদেশি আনবেন।ওই বিদেশিরা কেমন খেলে তার ওপরই নির্ভর করছে ইস্টবেঙ্গলের ভাগ্য।

তাই যতক্ষণ না বিদেশি আসছে, পুরো দল প্র্যাকটিস করছে বা টুর্নামেন্ট খেলছে ততক্ষণ বলা যাচ্ছে না ইস্টবেঙ্গল কতটা ভালো খেলবে। তবে আশা করি এবার গত দু’বছরের মতো রেজাল্ট হবে না । ভালো খেলবে ইস্টবেঙ্গল।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular