এই কানাডিয়ান ফরোয়ার্ডের দিকে নজর মহামেডানের

গতবছর আইলিগ জয় করার সুবাদে এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে সাফল্য না আসলেও দলের লড়াকু মনোভাব সহজেই মন…

Shaan Hundal on Mohammedan SC

গতবছর আইলিগ জয় করার সুবাদে এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। প্রথম ম্যাচে সাফল্য না আসলেও দলের লড়াকু মনোভাব সহজেই মন জয় করেছিল সকল সমর্থকদের। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে সাদা-কালো ব্রিগেড। অনায়াসেই তাঁরা আটকে দেয় এফসি গোয়া সহ চেন্নাইয়িন এফসির মত দলকে। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারা। পরবর্তী ম্যাচ থেকেই ফের ধাক্কা খায় কলকাতা ময়দানের এই প্রধান। যার প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। বর্তমানে লিগ টেবিলের একেবারে তলানিতে এসে ঠেকেছে মহামেডান।

Also Read | পাঞ্জাব ম্যাচের আগে নতুন বিপদ বাগান শিবিরে, চিন্তা বাড়ল মোলিনার

   

সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। দলে এমন হতাশাজনক পরিস্থিতিতে কোচের ভূমিকা নিয়ে ও উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। সমর্থকদের তরফে কোচ বদলের একাধিকবার দাবি উঠতে থাকলেও এখনই সেই নিয়ে সিদ্ধান্ত নিতে নারাজ সাদা-কালো ম্যানেজমেন্ট। তবে দলের সুদিন ফেরাতে আসন্ন উইন্টার ট্রান্সফার উইন্ডোতে বেশ কয়েকজন বিদেশি ফুটবলারদের দলে টানার পরিকল্পনা রয়েছে ময়দানের এই প্রধানের। সেক্ষেত্রে দল থেকে বাদ পরতে পারেন আদজেই থেকে শুরু করে লবি মাঞ্জোকির মত ফুটবলার।

Also Read | বড়দিনের আমেজে বাগানের ধরা দিলেন বাগানের চারমূর্তি

কিন্তু কে আসতে পারেন দলে ? সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে শান সিং হুন্দালের নাম। বর্তমানে কানাডার প্রথম ডিভিশনের ক্লাব ভালোর এফসির সঙ্গে যুক্ত রয়েছেন বছর পঁচিশের এই কানাডিয়ান তারকা। হিসাব অনুযায়ী আগামী বছরের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি থাকলেও যতদূর খবর বাড়তি ট্রান্সফার ফি এর মধ্যে দিয়েই তাঁকে দলে পেতে চাইছে কলকাতা ময়দানের তৃতীয় প্রধান। বলাবাহুল্য, কানাডার এই ফুটবল ক্লাবের হয়ে এখনও পর্যন্ত একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই তারকা।

Also Read | চাকরি হারালেন চেন্নাইয়িন এফসির এই প্রাক্তন তারকা

সেই নিয়ে খুব একটা খুশি নন এই ফুটবলার। স্বাভাবিকভাবেই দল ছাড়তে আগ্ৰহী শান সিং হুন্দাল। সব ঠিকঠাক থাকলে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সাদা-কালো জার্সিতে দেখা যেতে পারে এই বিদেশি ফরোয়ার্ডকে‌।