কোহলিকে উদ্ধার করতে পারেন কোচ দ্রাবিড়

রাহুল দ্রাবিড় পারবেন কোহলিকে (Virat Kohli) ব্যাটিং সমস্যা থেকে বার করে আনতে? সমস্যা চিহ্নিত করে আবার বিরাটকে স্বমহিমায় ক্রিজে ফেরাতে? পারবেন। এব্যাপারে স্থির বিশ্বাস পোষণ…

Rahul Dravid Virat Kohl

রাহুল দ্রাবিড় পারবেন কোহলিকে (Virat Kohli) ব্যাটিং সমস্যা থেকে বার করে আনতে? সমস্যা চিহ্নিত করে আবার বিরাটকে স্বমহিমায় ক্রিজে ফেরাতে? পারবেন। এব্যাপারে স্থির বিশ্বাস পোষণ করেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গা। তাঁর দাবি, বিরাটকে তাঁর সমস্যা থেকে বের করে আনতে দু’জন উপযুক্ত ব্যক্তি আছেন ভারতে। তাঁরা হলেন রাহুল দ্রাবিড় এবং সুনীল গাভাস্কার। কিছুদিন আগেও দ্রাবিড় ছিলেন কোচ। বিরাটের সংগে তাঁর সম্পর্ক খুবই ভালো। সুতরাং সোজা তাঁর শরণাপন্ন হলেই সমাধান পাওয়া যাবে।

‘টি ২০ বনাম টেস্ট’ শীর্ষক এক বিতর্ক সভায় এসে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রণতুঙ্গা বিরাট কোহলির পারফরমেন্স, ব্যাটিং সংকট ও সমাধান নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বলেন, বিরাটের যদি টেকনিক্যাল কোনও সমস্যা তৈরি হয়ে থাকে সেটা দূর করার জন্য ভারতেই দু’জন যোগ্য ব্যক্তি আছেন। গাভাস্কার কিংবা দ্রাবিড়ই পারবেন সমাধান খুঁজে দিতে।

   

শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক বলেন, ‘কোহলি যদি এদের কারও সংগে কথা বলেন, তাহলে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমি মনে করি।’

বিরাটের ক্রিকেট ভবিষ্যত নিয়ে যে আলোচনা চলছে সেটাকে অবশ্য খুব একটা গুরুত্ব দিলেন না তিনি। কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, বিরাট কোহলি যে উচ্চতার প্লেয়ার তাতে এখনই এসব আলোচনার প্রসঙ্গ হতে পারে না। এব্যাপারে একমাত্র স্বাধীনতা কোহলির। এটা তাঁর সিদ্ধান্ত এবং তিনিই এব্যাপারে উপযুক্ত রাস্তা বেছে নিতে পারবেন। তবে রণতুঙ্গা ব্যক্তিগতভাবে মনে করেন, বিরাট তাঁর বর্তমান সমস্যা থেকে বেরিয়ে আসার সামর্থ্য রাখেন এবং সেটা ঘটবে বলেই তাঁর বিশ্বাস। তিনি বলেন, ‘বিরাটের একটা ভালো ইনিংস পুরো পরিস্থিতিকে আমূল পাল্টে দেবে।’