ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় একদিনের ম্যাচে আগুনে ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ক্যামেরন গ্রিনের এক ওভারে পরপর ৪টি ছক্কা হাঁকিয়েছিলেন সূর্য। সূর্যের এই ঝড় দেখে ক্রিকেট ভক্তরা স্বভাবতই রোমাঞ্চিত হয়েছেন। ক্যামেরন গ্রিনের জন্য দিনটি খুবই খারাপ ছিল। ১০ ওভারে ২ উইকেট নিয়ে মোট ১০৩ রান দিয়েছেন তিনি।
এদিকে যাদব ও ক্যামেরন গ্রিনের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সূর্যকে ‘ বাবা ‘ বলে ডাকতে দেখা যায় অস্ট্রেলিয়ার গ্রিনকে। এই ভিডিওটি আইপিএল চলাকালীন একটি ইভেন্টের। যেখানে সূর্য ও ক্যামেরন গ্রিন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার সময় একটি মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। গ্রিনকে বলতে শোনা যায়- “তুমি যদি খারাপ হও, স্কাই আমার বাবা”
সূর্যকুমার যাদবের তাণ্ডবের পর গ্রিনের এই পুরানো ভিডিওটি আলোচনার বিষয় হয়ে উঠেছে। গত বছর গ্রিনকে ১৭.৫ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ সময় বল ও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন গ্রিন। ১৬ ম্যাচে ৫০-এর বেশি গড়ে ৪৫২ রান করেছিলেন তিনি। যার মধ্যে ছিল ১০০ রানের অপরাজিত ইনিংস। বোলিংয়ে তিনি নিয়েছিলেন ৬ উইকেট। আইপিএলে একই দলের হয়ে খেলা গ্রিন ও সূর্যকুমার যাদবের এই ভিডিও ভাইরাল হয়েছে ক্রিকেট ভক্তদের মধ্যে। সূর্যের ঝড়ো ইনিংসের পর ভক্তদের এই ভিডিওটি প্রচণ্ড ভাবে উপভোগ করতে দেখা গিয়েছে।
Cameron Green during the IPL:
"If you're bad, Sky is my dad". https://t.co/mu2yKHUuch
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 24, 2023