WTC Final: চ্যাম্পিয়নশিপে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যামেরণের গ্রিন সিগনাল

Cameron Green Eager to Play Aggressively in WTC Final Against India

২০২৩ আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন অস্ট্রেলিয়ার অল রাউন্ডার ক্যামেরন গ্রিন। ১৪ ম্যাচ খেলে ৪৫২ রান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং আসন্ন অ্যাশেজেও তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ে যে ভাঁটা পরবে তারই ইঙ্গিত দিলেন গ্রিন। ইংল্যান্ডের “ব্যাজবল”-এর কথা মাথায় রেখেই গ্রিন জানান যে খেলার ফর্ম্যাট বদলেছে বলেই যে খেলার ধরণ বদলাতে হবে, এমন কোনো কথা নেই।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিন বলেন, “ইংল্যান্ড যেভাবে তাদের ক্রিকেট খেলছে তা বেশ আক্রমণাত্মক, তাই হয়তো আপনাকে খুব বেশি পরিবর্তন করতে হবে না।” তিনি আরো বলেন, “সম্ভবত গত বছর (আমার ইনিংস) শুরু করে, আমি রান করার পরিবর্তে একটু বেশিই ডিফেন্ড করতে চাইছিলাম। তারপরে একটা ভাল বল এলে তখন

   

ডিফেন্ড করা যাবে, সেখানে দাঁড়িয়ে সেটাই ভাল সিদ্ধান্ত নেওয়া হবে। সুতরাং, এবার থেকে, রান করতে চেষ্টা করব, এবং তারপরে যদি এটি একটি ভাল বল ডিফেন্ড করব!”

ডিউক বলের গতিবিধি নিয়ে বলতে বললে তিনি বলেন, “কয়েকজন এটা নিয়ে কথা বলে যে বল এখানে একটু বেশি সুইং করছে – তাই (আমি) শুধু নড়বড়ে সীমে খেলার চেষ্টা করছি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন