Calcutta League: সুপার সিক্সে বড় সাফল্য, খিদিরপুরকে গোলের মালা মহামেডানের

Kidderpore SC

আজ প্রিমিয়ার ডিভিশন লিগে সুপার সিক্সের (Calcutta League Super Six) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রতিপক্ষ ছিল খিদিরপুর ফুটবল ক্লাব। নির্ধারিত সময়ের শেষে তাদের বিরুদ্ধে ৫-০ গোলে জয় লাভ করে সাদা-কালো ব্রিগেড। দলের হয়ে গোল করেন যথাক্রমে আঙ্গুসানা,বিকাশ,ডেনজেল আর জোড়া গোল করেন ডেভিড। আজকের এই জয়ের ফলে সুপার সিক্সের প্রথমেই বাড়তি অক্সিজেন পেল সাদা-কালো শিবির।

উল্লেখ্য, আজ ম্যাচের প্রথম থেকেই যথেষ্ট আক্রমনাত্মক থেকেছে মহামেডান দলের ফুটবলাররা। যারফলে, একাধিকবার গোলের সুযোগ উঠে আসে তাদের হাতে। তবে তা কাজে লাগানো সম্ভব হচ্ছিল না কিছুতেই। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এসে গোল করে দলকে এগিয়ে দেন আঙ্গু। ফলাফল গিয়ে দাঁড়ায় ১-০ গোল। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানেই এগিয়ে থাকে ব্ল্যাক প্যান্থার্স। তবে দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়াতে থাকে সাদা-কালো শিবির।

   

যারফলে, ম্যাচের ঠিক ৬১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন বিকাশ। তারপর আবার গোল আসে ৭১ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন ডেনজেল। তারপর কিছুটা সময় পরে ৭৭ ও ৭৮ মিনিটে দুইটি গোলটি করেন ডেভিড।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন