গত ফুটবল মরশুম থেকেই বিদেশি ফুটবলারদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সিএফএলে (Calcutta League)। ফেডারেশনের সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল বঙ্গের ফুটবলপ্রেমীরা। এমন সিদ্ধান্তে দরুন গত সিজন থেকেই দেশীয় ফুটবলারদের সক্রিয়তা দেখা দিয়েছে প্রবলভাবে।
যারফলে, একাধিক তরুণ ফুটবলার সুযোগ পেয়েছেন প্রিমিয়ার ডিভিশন লিগে। তবে নতুন মরশুম শুরু হওয়ার আগে ফুটবলারদের খেলানো ক্ষেত্রে বিশেষ সিদ্ধান্ত উঠে আসে এআইএফএফের তরফ থেকে। যেখানে অধিকাংশ ক্ষেত্রে বঙ্গীয় ফুটবলারদের খেলানোর কথাই উঠে এসেছিল ব্যাপকভাবে। তবে ভিন রাজ্য থেকে সর্বাধিক চার ফুটবলারকে নেওয়ার কথা জানানো হয়।
এবার কলকাতা লিগের প্রথম একাদশ সাজানোর ক্ষেত্রে জারি হল নয়া নির্দেশিকা। যেখানে প্রত্যেকটি দলকে অধিকাংশ ক্ষেত্রেই ভূমিপুত্রের উপরেই জোর দিতে বলা হয়েছে। সেই নিয়েই বর্তমানে দেখা দিয়েছে তুমুল বিতর্ক। এমন সিদ্ধান্তে খুব একটা খুশি নয় কলকাতা ময়দানের একাধিক ফুটবল ক্লাব। সম্ভবত এমন সিদ্ধান্ত নিয়ে শীঘ্রই আলোচনার পথে হাঁটতে চলেছে তারা।
বঙ্গীয় ফুটবল সংস্থার এমন সিদ্ধান্ত পরবর্তী ক্ষেত্রে নয়া প্রতিভাদের তুলে আনার ক্ষেত্রে যে যথেষ্ট ইতিবাচক হতে পারে সেই নিয়ে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, এই ফুটবল লিগ থেকেই গত মরশুমে বেশকিছু ফুটবলার উঠে এসেছে ময়দানের দুই প্রধানে। যাদের মধ্যে দীপেন্দু থেকে শুরু করে রয়েছেন সায়ন ব্যানার্জি, ও পিভি বিষ্ণু সহ ডেভিড লালাসাঙ্গার মতো ফুটবলাররা।
তবে নয়া মরশুমে এমন নির্দেশিকা আদৌ কতটা মেনে চলা সম্ভব হয় ক্লাব গুলির ক্ষেত্রে, এখন সেটাই দেখার বিষয়। নাহলে বিকল্প পথেই এগোতে পারে সমস্ত কিছু। এখন সেদিকেই তাকিয়ে সকলে।